এক্সপ্লোর
Advertisement
মহারাষ্ট্রে প্যারোলে মুক্তি নয় ধর্ষককে, পল্লবী পুরকায়স্থের হত্যাকারী পালিয়ে যাওয়ায় সিদ্ধান্ত
মুম্বই: মহারাষ্ট্রে এবার থেকে ধর্ষকদের জেল থেকে আর প্যারোলে মুক্তি দেওয়া হবে না। প্রসঙ্গত, আইনজীবী পল্লবী পুরকায়স্থের ধর্ষণ এবং খুনের মামলায় দোষী সাব্যস্ত সাজ্জাদ মুঘল জেল থেকে প্যারোলে মুক্তি নিয়ে বাইরে গিয়েছিল। কিন্তু প্যারোলে মুক্তির পর আর অপরাধীর কোনও হদিশ পাওয়া যাচ্ছে না।
২০১৪-এ আদালত সাজ্জাদ মুঘলকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল। এই বছর মার্চে নাসিক জেল থেকে প্যারোলে মুক্তি পেয়ে জেলের বাইরে যায় সাজ্জাদ। তারপর থেকে তার আর কোনও হদিশ নেই। প্রসঙ্গত তিনি জেল কর্তৃপক্ষকে তাঁর মায়ের অসুস্থতার কথা জানিয়ে প্যারোলে মুক্তি নিয়ে চলে যায়।
সাজ্জাদকে খুঁজতে পুলিশ জম্মু কাশ্মীরও গিয়েছে, কিন্তু কোথাও তার কোনও খবর পাওয়া যায়নি। এরপরই ধর্ষকদের মহারাষ্ট্রে আর প্যারোলে মুক্তি দেওয়া হবে না, সেবিষয় সিদ্ধান্ত নেওয়া হয়।
২৫ বছরের পল্লবী, পেশায় আইনজীবী ছিলেন এবং জাতীয়স্তরের সাঁতারুও। পল্লবীর অ্যাপার্টমেন্টে রক্ষীর কাজ করত সাজ্জাদ মুঘল। পল্লবীর ফ্ল্যাটে ডুপ্লিকেট চাবি ব্যবহার করে ভেতরে ঢোকে সাজ্জাদ। তারপর তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়। যখন পল্লবী পাল্টা প্রতিরোধ তৈরি করার চেষ্টা করেন, তখন তাঁর গলা কেটে খুন করে সাজ্জাদ। পরে পল্লবীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁর প্রেমিক অভীক সেনগুপ্ত। পরে তিনিও ব্রেনের সমস্যাজনিত অসুখে মারা যান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement