এক্সপ্লোর
Advertisement
রোহিঙ্গা বিতাড়ন: রাজনীতি বা ধর্মের সম্পর্ক নেই, ১৩০ কোটি দেশবাসীর নিরাপত্তাই দেখছে সরকার, সওয়াল রাম মাধবের
নয়াদিল্লি: মানবিকতার খাতিরে রোহিঙ্গাদের ভারতে থাকার অনুমতি দেওয়া উচিত, এই ধারণা খারিজ করলেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব।
রোহিঙ্গাদের ভারত থেকে বিতাড়নের সিদ্ধান্তের সঙ্গে রাজনীতি বা ধর্মের কোনও সম্পর্ক নেই, জাতীয় স্বার্থই রয়েছে বলে দাবি করে বিজেপির সাধারণ সম্পাদক বলেন, লোকে বলছে, সরকারের রোহিঙ্গা ইস্যুকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত। কিন্তু সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের ১৩০ কোটি মানুষ, তাদের নিরাপত্তার দিকে তাকিয়ে, তাদের মানবিকতার স্বার্থের কথা ভেবেই।
বণিক গোষ্ঠী ফিকি-র এক অনুষ্ঠানে রোহিঙ্গা ইস্যুকে মায়ানমার সীমান্তের ওপার থেকে আসা বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করে তিনি সওয়াল করেন, সরকার চূড়ান্ত পরিণত মানসিকতার সঙ্গেই অনুপ্রবেশ, বেআইনি অভিবাসনের মোকাবিলা করছে।
পৃথিবীর কোনও দেশই বেআইনি অনুপ্রবেশকারীদের মেনে নেয় না বলে জানিয়ে রামমাধব বলেন, এর মধ্যে কোনও রাজনীতি, ধর্মের ব্যাপারই নেই। আমরা স্রেফ নিজেদের নিরাপত্তা, জাতীয় স্বার্থটুকু দেখছি।
যে বিরোধী নেতারা রোহিঙ্গাদের ভারতে রেখে দেওয়ার পক্ষপাতী, তাদের একহাত নিয়ে তিনি বলেন, দেশের নিরাপত্তার সামনে যারা বিপদ, ওরা তাদেরই রক্ষা করতে চায়।
তিনি এও বলেন, ভারত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে বিপুল পরিমাণ ত্রাণ পাঠিয়েছে। বাংলাদেশ পর্যন্ত রোহিঙ্গাদের নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ প্রকাশ করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement