এক্সপ্লোর
শ্লীলতাহানির মামলায় নানা পটেকরের বিচার করার তথ্যপ্রমাণ নেই, জানিয়ে দিল মুম্বই পুলিশ
২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে একটি গানের দৃশ্যের শ্যুটিংয়ের সময় নানা তাঁর সঙ্গে দুর্ব্যবহার, হেনস্থা করেছিলেন বলে দাবি করে ২০১৮-র অক্টোবর তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী তনুশ্রী। গানের দৃশ্যের শ্যুটিংয়ের ফাঁকে নানা তাঁকে অশালীন ভাবে স্পর্শ করেছিলেন বলেও অভিযোগ অভিনেত্রীর।
![শ্লীলতাহানির মামলায় নানা পটেকরের বিচার করার তথ্যপ্রমাণ নেই, জানিয়ে দিল মুম্বই পুলিশ No proof to prosecute Nana Patekar in Tanushree Dutta molestation case, say police শ্লীলতাহানির মামলায় নানা পটেকরের বিচার করার তথ্যপ্রমাণ নেই, জানিয়ে দিল মুম্বই পুলিশ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/02/12185439/Nana-Patekar-11.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: তনুশ্রী দত্তের তোলা অভিযোগে দায়ের হওয়া শ্লীলতাহানির মামলায় নানা পটেকরের বিচার করার কোনও তথ্যপ্রমাণ তাদের হাতে নেই বলে জানিয়ে দিল মুম্বই পুলিশ। আন্ধেরির মেট্রপলিটান ম্যাজিস্ট্রেটের কাছে ‘বি সামারি’ রিপোর্ট পেশ করে এ কথা বলেছে শহরতলি ওশিয়ারা পুলিশ।
অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়ে বিচার চাওয়ার মতো তথ্যপ্রমাণ হাতে না থাকলেই পুলিশ ‘বি সামারি’ রিপোর্ট জমা দেয়। ডেপুটি পুলিশ কমিশনার পরমজিত্ সিংহ দাহিয়া পিটিআইকে মেট্রপলিটান ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট দেওয়ার কথা জানিয়েছেন।
২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে একটি গানের দৃশ্যের শ্যুটিংয়ের সময় নানা তাঁর সঙ্গে দুর্ব্যবহার, হেনস্থা করেছিলেন বলে দাবি করে ২০১৮-র অক্টোবর তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী তনুশ্রী। গানের দৃশ্যের শ্যুটিংয়ের ফাঁকে নানা তাঁকে অশালীন ভাবে স্পর্শ করেছিলেন বলেও অভিযোগ অভিনেত্রীর। অভিযোগনামায় তিনি জানান, তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে, কোনওরকম কুরুচিকর, অশালীন, যৌন ইঙ্গিতপূর্ণ নাচের স্টেপ করবেন না, কিন্তু তা সত্ত্বেও নানা তাঁর গায়ে হাত দিয়েছিলেন যা শোভন ছিল না।
জনপ্রিয় অভিনেতা নানার বিরুদ্ধে তনুশ্রীর অভিযোগ প্রকাশ্যে আসার পর সারা দেশে আলোড়ন ছড়ায়। নানা ক্ষেত্রের মহিলারা সিনিয়র, পদস্থ পুরুষ পদাধিকারীদের হাতে কীভাবে পেশা জীবনে যৌন হেনস্থার শিকার হয়েছেন, তার বিস্তারিত বিবরণ দিয়ে প্রকাশ্যে সরব হন, যা থেকে ‘মিটু মুভমেন্টে’র সূচনা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)