এক্সপ্লোর
২,০০০ টাকার নোট বাতিলের কথা ভাবা হচ্ছে না, জানাল কেন্দ্র

নয়াদিল্লি: ২,০০০ টাকার নোট বাতিল করার কোনও প্রস্তাব নেই। এ বিষয়ে ভাবনা-চিন্তাও করা হচ্ছে না। আজ লোকসভায় এমনই জানালেন অর্থ প্রতিমন্ত্রী পি রাধাকৃষ্ণন। অদূর ভবিষ্যতে কেন্দ্র ২,০০০ টাকার নোট বাতিল করার কথা ভাবছে কি না, এ বিষয়ে এক প্রশ্নের জবাবে লিখিতভাবে তিনি জানিয়েছেন, ‘২,০০০ টাকার নোট বাতিলের কোনও প্রস্তাব সরকারের বিবেচনাধীন নেই।’ ২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের পর বাজারে ছাড়া হয় নতুন ২,০০০ টাকার নোট। এই নোটও ভবিষ্যতে বাতিল করা হবে কি না, সে বিষয়ে জল্পনা চলছে। তবে সরকার স্পষ্টভাবে জানিয়ে দিল, ২,০০০ টাকার নোট বাতিলের কোনও পরিকল্পনা নেই। নতুন ২,০০০ ও ৫০০ টাকার নোটের আকারে ১০ মিলিমিটারের পার্থক্য আছে। ফলে দু’টি নোট সহজেই আলাদাভাবে চেনা যায়। অর্থ প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, পাঁচটি শহরে পরীক্ষামূলকভাবে প্লাস্টিকের ১০ টাকার নোট চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পাঁচটি শহর হল কোচি, মহীশূর, জয়পুর, সিমলা ও ভুবনেশ্বর। প্রয়োজনীয় দ্রব্য আমদানি করে দেশের ছাপাখানাতেই এই নোট ছাপানো হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















