এক্সপ্লোর
'মানবঢাল'-কে ক্ষতিপূরণ: কমিশনের নির্দেশ খারিজ, পাথরবাজদের প্রতি কোনও সহানুভূতি নেই, বললেন বেঙ্কাইয়া

নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু জানিয়ে দিলেন, জম্মু ও কাশ্মীর মানবাধিকার কমিশন সেনার হাতে 'মানবঢাল হওয়া' কাশ্মীরী যুবক ফারুক আহমেদ দারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার যে সুপারিশ করেছে, তা মেনে নেওয়া যায় না। পাথরবাজদের ক্ষতিপূরণ দেওয়ার কোনও প্রশ্নই নেই, জানিয়ে দিয়েছেন তিনি। ওদের প্রতি কোনও সহানুভূতি নেই আমার, বলেছেন বেঙ্কাইয়া। গত এপ্রিলে শ্রীনগর লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটের দিন পাথরবাজদের নিশানা থেকে বাহিনীকে রক্ষা করতে দারকে সেনার জিপে বেঁধে মানব ঢাল করে ঘোরানো হয় সেনা অফিসার মেজর লিতুল গগৈয়ের নির্দেশ। এ নিয়ে প্রবল বিতর্ক হয়। বেঙ্কাইয়া বলেন, ওই মেজর সেদিন নির্বাচন কমিশনের কর্মীদের পাশাপাশি পুলিশকর্মীদের জীবন বাঁচিয়েছিলেন, সারা দেশ তার প্রশংসা করেছে। আমি ওদের নির্দেশের সঙ্গে সহমত নই। পাথর ছোঁড়া অমানবিক কাজ, সেনা জওয়ানদের জখম করাও অমানবিক আচরণ। জানি না, কী করে এমন নির্দেশ দেওয়া হল। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রীর আরও দাবি, বহিরাগতদের প্ররোচনায় যে পাথর ছোঁড়া হয়, সেটা কয়েকটি টিভি চ্যানেলের স্টিং অভিযানেও ধরা পড়েছে। জম্মু ও কাশ্মীর মানবাধিকার কমিশন এদিন বলে, সেদিন দারকে মানবঢাল করার ফলে সে যে প্রবল শারীরিক, মানসিক যন্ত্রণা ভোগ করেছে, সেজন্য ৬ সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















