এক্সপ্লোর
Advertisement
রিজার্ভ ব্যাঙ্কের বাইরেও মমতা-কেজরীবাল সভা, নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার নয়, জানিয়ে দিলেন জেটলি
নয়াদিল্লি: ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি উড়িয়ে দিলেন অরুণ জেটলি। বিরোধীদের আপত্তি খারিজ করে তিনি বলেছেন, নোট বাতিলের পদক্ষেপ ফিরিয়ে নেওয়ার প্রশ্নই নেই। সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, নোট বাতিলের পুরো প্রক্রিয়াটাই অনেক ভেবেচিন্তে তৈরি করা হয়েছে, রূপায়ণও করা হচ্ছে সেভাবেই। তিনি এজন্য ব্যাঙ্ক কর্তাদের ভূয়সী প্রশংসা করেছেন, তাঁদের কর্মচারীদেরও সুখ্যাতি করেছেন। সংবাদ সংস্থাকে বলেছেন, প্রশংসনীয় কাজ করেছেন ওঁরা।
দেশজুড়ে পর্যাপ্ত নোটের সরবরাহ নেই বলে বিরোধীদের তোলা অভিযোগ, নানা মহলের ক্ষোভের মুখে তিনি আশ্বস্ত করে বলেছেন, রিজার্ভ ব্যাঙ্ক ও সরকার আগে থেকেই নোট ছাপার ব্যবস্থা করে রেখেছিল, ফলে প্রয়োজনের তুলনায় বেশিই নোট ঘরে রয়েছে। জেটলির দাবি, নোটের জন্য ব্যাঙ্ক, এটিএমের বাইরে মানুষের লাইনের আয়তন গত ৭ দিনে অনেকটা কমেছে। কিছু মানুষকে সঠিক ভাবে বোঝানো যায়নি, তাঁরা বিভ্রান্তির মধ্যে রয়েছেন।
বস্তুত এদিন দুই বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরীবাল নোট বাতিলের ইস্যুতে সরকারের সঙ্গে সংঘাতের পথে হাঁটার স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাস্তায় নামেন। পশ্চিমবঙ্গ ও দিল্লির মুখ্যমন্ত্রীরা ব্যবসায়ীদের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণের নিশানা করে ভাষণ দিয়ে রিজার্ভ ব্যাঙ্কের বাইরেও ধরনা দেন। সেখানে তাঁরা দাবি করেন, কেন্দ্রীয় ব্যাঙ্ক জানাক, কত নোট তাদের কাছে আছে।
তবে জেটলি পরিষ্কার বলে দেন, আমআদমি পার্টি (আপ) ও তৃণমূল যতই নোট বাতিলের সিদ্ধান্ত তুলে নেওয়ার দাবি করুক, তার কোনও প্রশ্নই ওঠে না। প্রধানমন্ত্রী মোদী ও সরকার দেশের রাজনীতি ও অর্থনীতিকে সাফ করার স্পষ্ট শপথ নিয়েছেন। আমরা তাতে অটল থাকব। মমতা, কেজরীবালরা অহেতুক আতঙ্ক ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেন জেটলি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement