এক্সপ্লোর
বাজেটে শ্রমিক, চাকুরিজীবীদের জন্য কিছু নেই, ক্ষোভ জানাল আরএসএস অনুমোদিত শ্রমিক সংগঠন

নয়াদিল্লি: না শ্রমিক, না বেতনভোগী অংশ, অরুণ জেটলির এবারের বাজেটে কারও জন্যই কোনও খুশির খবর নেই বলে জানিয়ে ক্ষোভ প্রকাশ করল আরএসএসের অনুগামী শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ (বিএমএস)। যে সঙ্ঘ পরিবার নরেন্দ্র মোদীর সরকারকে নানা ব্যাপারে দিশা দেখায়, তাদের অনুমোদিত শ্রমিক সংগঠনই সন্তুষ্ট নয় এই বাজেটে। বিএমএস সভাপতি সাজি নারায়ণন তাঁরা দীর্ঘদিন ধরেই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য ন্যুনতম বেতন বেঁধে দেওয়ার দাবি করছেন বলে জানান। কিন্তু এই বাজেট শ্রমিকদের পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। তাদের সুরাহায় কোনও ব্যবস্থা হয়নি। বেতনভোগী মানুষের জন্য কর ছাড়ের সীমা বাড়ানো উচিত ছিল সরকারের। তিনি বলেন, আয়কর রিটার্ন ফাইলদাতাদের সংখ্যা বেড়েছে। কিন্তু সরকার করের হার হ্রাসের পরিবর্তে শিক্ষা সেস বসিয়ে দিল, যাতে বড় লোকসান হবে চাকুরিজীবীদের। যদিও জেটলি বাজেটে কৃষক সম্প্রদায় ও গ্রাম ভারতকে গুরুত্ব দেওয়ায় খুশি তিনি। আয়ুস্মান ভারত কর্মসূচির আওতায় দুটি নতুন উদ্যোগ নিয়েছেন জেটলি। তার প্রশংসা করেছেন নারায়ণন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















