(Source: ECI/ABP News/ABP Majha)
লাভজনক পদ: কেন্দ্রের নির্দেশে স্থগিতাদেশ নয়, উপ-নির্বাচনের বিজ্ঞপ্তি জারিও নয়, জানাল দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লি: লাভজনক পদের ইস্যুতে স্বস্ত-অস্বস্তি আম আদমি পার্টির।
বুধবার, ২০ আপ বিধায়কের পদ খারিজ করে কেন্দ্রের নির্দেশিকার ওপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করল দিল্লি হাইকোর্ট। একইসঙ্গে, নির্বাচন কমিশনকেও আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত উপ-নির্বাচনের দিন ঘোষণার বিজ্ঞপ্তি জারি করা থেকে বিরত থাকতে বলল উচ্চ আদালত।
বিধায়ক থাকার পাশাপাশি সংসদীয় সচিবের মত লাভজনক পদ ধরে রাখার অভিযোগ ওঠে ২০ জনের বিরুদ্ধে। যার জেরে তাঁদের বিধায়ক পদ খারিজ করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
কমিশনের সুপারিশ গ্রহণ করে তাতে সিলমোহর দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই প্রেক্ষিতে, বিধায়কদের সদস্যপদ খারিজের নির্দেশিকা জারি করে কেন্দ্র।
পদ খারিজ হওয়ার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেন বিধায়করা। এই প্রসঙ্গে এদিন শুনানির পর কেন্দ্র ও নির্বাচন কমিশনের জবাব তলব করেছে বিচারপতি বিভু বখরুর নেতৃত্বাধীন বেঞ্চ।
জানা গিয়েছে, কোন নথি ও তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন ২০ জনের পদ খারিজ করার সুপারিশ করেছে কমিশন, তা আদালতে পেশ করতে জানায় বেঞ্চ। পরবর্তী শুনানি সোমবার।