এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
কেন্দ্রের ‘দত্তক নাও পুরাসৌধ’ প্রকল্পে তাজমহলে আগ্রহী নন কেউ
নয়াদিল্লি: দেশের ১৪টি পুরাসৌধ কোনও না কোনও বেসরকারি সংস্থা দত্তক নিয়েছে বলে ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু সেই তালিকায় তাজমহলের নাম নেই।
দেখভাল ও যত্নআত্তির জন্য ১৪টি হেরিটেজ সাইট দত্তক নিয়েছে বেসরকারি সংস্থাগুলি। তালিকায় রয়েছে কুতুব মিনার, যন্তর মন্তর, পুরানা কেল্লা, সফদরজঙ্গের সমাধি ও অগ্রসেন কি বাওলি। এছাড়াও দত্তক হিসেবে গৃহীত হয়েছে ওড়িশার সূর্য মন্দির, রত্নগিরি সৌধাবলী ও রাজারানি মন্দির। হাম্পির ধ্বংসাবশেষ, লে প্রাসাদ, অজন্তা, ইলোরা। কোচির মাট্টানচেরি, গঙ্গোত্রী মন্দির চত্বর ও গোমুখের পথ এবং লাদাখের স্টক কাংরি।
পর্য়টন মন্ত্রক জানিয়েছে, এই সাইটগুলি দত্তক নিয়েছে ৭টি বেসরকারি সংস্থা।
কিন্তু একইসঙ্গে মন্ত্রক জানিয়েছে, কোনও বেসরকারি সংস্থা তাজমহলকে দত্তক নিতে এগিয়ে আসেনি। তাই ভবিষ্যতেও দত্তক হতে আগ্রহীদের তালিকায় তাজের নাম পাওয়া যাবে।
.
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফ্যাক্ট চেক
জেলার
খবর
Advertisement