এক্সপ্লোর
Advertisement
পটনা বিমানবন্দরে গাড়িতে সোজা টারম্যাকে যাওয়ার সুবিধা আর নয় লালু, রাবড়িকে
নয়াদিল্লি: এতদিন পটনা বিমানবন্দরে টারম্যাকে সোজা গাড়ি নিয়ে চলে যেতে পারতেন লালুপ্রসাদ যাদব, রাবড়ি দেবী। ২০০৯ সালের এক নির্দেশে তাঁদের এই সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু এবার তা প্রত্যাহার করে নেওয়া হল।
আর গাড়ি নিয়ে টারম্যাক পর্যন্ত যেতে পারবেন না রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সভাপতি ও তাঁর স্ত্রী। অর্থাত্ তাঁদেরও আর দশ-পাঁচটা যাত্রীর মতোই লাইন দিয়ে বিমানে উঠতে হবে, সেভাবেই বিমান থেকে নেমে বেরিয়ে আসতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক অসামরিক বিমান পরিবহণ সংক্রান্ত ব্যুরোর এক কর্তা বলেছেন, ওঁদের সুবিধা দেওয়া হয়েছিল শুধু পটনা বিমানবন্দরে। তা বন্ধ হল।
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ব্যুরোকে এক চিঠিতে জানিয়ে দিয়েছে, লালুপ্রসাদ যাদব ও তাঁর স্ত্রীর গাড়ি টারম্যাক পর্যন্ত সরাসরি নিয়ে যাওয়ার অনুমতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তারা। চিঠিতে লেখা হয়েছে, শ্রী লালুপ্রসাদ যাদব ও শ্রীমতী রাবড়ি দেবীকে ২০০৯ এর ১ আগস্টের ১৩/২০০৯ নির্দেশে যে অনুমতি দেওয়া হয়েছিল, তা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
চিঠিতে ব্যুরোকে মন্ত্রকের সিদ্ধান্ত যথাযথ রূপায়ণে অবিলম্বে প্রয়োজনীয় নির্দেশ জারি করতে বলা হয়েছে।
দুর্নীতি মামলায় জড়িয়ে ১৯৯৭-এর জুলাইয়ে বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করেন লালু। ২০০৫ এর মার্চে মুখ্যমন্ত্রী পদে রাবড়ি দেবীর তৃতীয় বারের মেয়াদ ফুরোয়। তবে ২০০৯-এ সৌজন্যের খাতিরে বিশেষ ব্যাপার হিসাবে বিচার করে যাদব দম্পতিকে টারম্যাকে গাড়ি নিয়ে যাওয়ার সুবিধা মঞ্জুর করে কেন্দ্রের ইউপিএ সরকার।
দেশের সব মুখ্যমন্ত্রীই নিজেদের রাজ্যের বিমানবন্দরে, বিশেষ করে রাজধানীর বিমানবন্দরে সোজা টারম্যাকে গাড়ি চেপে চলে যাওয়ার সুবিধা পান। নিরাপত্তা বা স্বাস্থ্যের কারণে অতীতে মুখ্যমন্ত্রীর অন্য রাজ্যে গেলেও এই সুবিধা পেতেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement