এক্সপ্লোর
Advertisement
শৌচাগার নেই পাত্রের বাড়িতে, বিয়ে বাতিল কনের
কানপুর: শর্ত মতো বাড়িতে বিয়ের আগে শৌচাগার তৈরি করিয়ে নিতে পারেননি। তাই পাত্রের সঙ্গে বিয়েতে বসতে রাজি হলেন না কনে!
লখনউয়ের ২৫ বছর বয়সি মেয়েটির সঙ্গে পাত্রের বিয়ের মধ্যস্থতা করেছিল স্থানীয় এক এনজিও। পাত্রীর দাবি ছিল, বিয়ের নির্ধারিত দিনের আগে পাত্রের বাড়িতে যেন শৌচাগার তৈরি হয়। তাতে রাজি হন পাত্র। ঠিক ছিল, আজই গণবিবাহ হবে ওই এনজিও-র উদ্যোগে। সেখানেই বিয়ে হবে ওই পাত্র-পাত্রীর। কিন্তু হাইস্কুল পর্যন্ত পড়াশোনা করা পাত্রী তাঁর শর্ত মানা হয়নি দেখে গতকালই বিয়ে বাতিল করে দেন বলে জানিয়েছে এনজিও-টি। মেয়েটির পরিবারও তাঁর সিদ্ধান্ত সমর্থন করে।
পাত্রী এনজিও-টিকে জানিয়ে দেন, শৌচাগার নেই, এমন কোনও পরিবারে বউ হয়ে তিনি যাবেন না। শেষ পর্যন্ত এক ব্যক্তির খোঁজ মেলে যাঁর বাড়িতে টয়লেট আছে। তাঁকে বিয়ে করতে রাজি হন পাত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement