এক্সপ্লোর
‘লন্ডনে সম্পত্তির সঙ্গে যোগ নেই ররার্ট ভঢরার’

লন্ডন: ২০০৯-এ লন্ডনে এক অস্ত্র ব্যবসায়ীর টাকায় বেনামে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর জামাই ভঢরা সম্পত্তি কিনেছিলেন বলে অভিযোগ উঠেছে। কিন্তু ইংল্যান্ড জমি রেজিস্ট্রি নথিতে ২০০৯-এ ওই সম্পত্তি কেনাবেচার কোনও তথ্য নেই বলে জানা গেছে। যে সম্পত্তি নিয়ে অভিযোগ উঠেছে তা লন্ডনের ব্রিয়াস্টন স্কোয়ারের এলার্টন হাউসের একটি ফ্ল্যাট। জমি রেজিস্ট্রি রেকর্ড অনুযায়ী ওই সম্পত্তির মালিক হ্যারল্ড অ্যান্ড শার্লে স্যাকস, ররার্ট ভঢরার সঙ্গে সম্পর্কিত কোন কোম্পানি নয়। সরকারি নথি অনুযায়ী, বর্তমান মালিকপক্ষ ফ্ল্যাটটি ২০০৫-এর ২৩ সেপ্টেম্বর সাড়ে নয় লক্ষ পাউন্ডে ক্রয় করেছিল। তারপর থেকে ওই সম্পত্তির কোনও হাতবদল হয়নি। লন্ডনের এশিয়ান লাইট-এর প্রাপ্ত তথ্য অনুসারে এ কথা জানা গেছে। গত মঙ্গলবার সংবাদমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়, ২০০৯-এ রবার্ট ভঢরার অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারির মাধ্যমে লন্ডনে ১৯ লক্ষ পাউন্ডে একটি সম্পত্তি কেনা এবং এক বছর পর তা বেচে দেওয়ার অভিযোগ সম্পর্ক সরকার তদন্ত করছে। ভঢরা ও তাঁর সহকারি মনোজ অরোরার এবং ভাণ্ডারির মধ্যে ই-মেল চালাচালি হয় বলে অভিযোগ। এই ই-মেলের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে খবরে জানানো হয়। যদিও ভঢরার আইনজীবী অভিযোগ অস্বীকার করেন। সনিয়া গাঁধীও তাঁর জামাইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন। তিনি অভিযোগ সম্পর্কে নিরপেক্ষ তদন্ত করার জন্য মোদী সরকারের প্রতি চ্যালেঞ্জও ছুঁড়ে দেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















