এক্সপ্লোর
Advertisement
নয়ডায় ফের চলন্ত গাড়িতে গণধর্ষণ,নির্যাতিতাকে অক্ষরধাম মন্দিরের সামনে ছুঁড়ে ফেলে দিল দুষ্কৃতীরা
নয়ডা: ফের রাজধানী দিল্লির কাছে চলন্ত গাড়িতে গণধর্ষণ। আক্রান্ত মহিলাকে ধর্ষণের পর দিল্লির অক্ষরধাম মন্দিরের কাছে ছুঁড়ে ফেলে দিয়ে গেল দুষ্কৃতীরা। থানায় এফআইআর দায়ের। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
ধর্ষিতা মহিলার দাবি, নয়ডায় গল্ফ কোর্স মেট্রো স্টেশনের কাছে তিনি অটো রিক্সা ধরার জন্যে অপেক্ষা করছিলেন। ঘড়িতে তখন শুক্রবার সন্ধে সাড়ে ছটা হবে। সেই সময়ই একটি গাড়ি এসে তাঁর সামনে দাঁড়ায়। তাঁকে সেক্টর ১৮-১৯ কোথায় জানতে চাওয়া হয়। তারপর জোর করে সেই মহিন্দ্রা স্করপিওতে মহিলাকে তুলে নেয় গাড়ির দুই সওয়ারি। এরপরই গাড়ির মধ্যে চলে পাশবিক অত্যাচার। নয়ডা এবং দিল্লির বিভিন্ন রাস্তা দিয়ে গাড়িটি চলতে থাকে। এরপর অক্ষরধাম মন্দিরের কাছে রাত দুটো নাগাদ মহিলাকে ফেলে দিয়ে পালায় অভিযুক্তরা, জানিয়েছেন, এসপি (সিটি) অরুণ কুমার সিংহ। এরপরই মন্দিরের সামনে থেকে দাঁড়িয়েই পুলিশ কন্ট্রোলরুমে ফোন করেন আক্রান্ত মহিলা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement