এক্সপ্লোর
একদিনও সঞ্জয় দত্তকে বিশেষ সুবিধা দেওয়া হয়নি, দাবি মহারাষ্ট্র সরকারের

মুম্বই: ১৯৯৩ সালে ধারাবাহিক বিস্ফোরণের মামলায় সাজাপ্রাপ্ত অভিনেতা সঞ্জয় দত্তকে জেলে একদিনের জন্যও বিশেষ সুবিধা দেওয়া হয়নি। অন্যান্য বন্দিদের মতোই আচরণ করা হয়েছে তাঁর সঙ্গে। নিয়ম মেনেই সঞ্জয়কে মুক্তি দেওয়া হয়েছে। চাপের মুখে আজ এমনই দাবি করল মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর। সঞ্জয়কে কেন মেয়াদের আগেই জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে, সোমবার মহারাষ্ট্র সরকারের কাছে সেই ব্যাখ্যা চায় বম্বে হাইকোর্ট। এ বিষয়ে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। স্বরাষ্ট্র দফতরের এক আধিকারিক বলেছেন, হাইপ্রোফাইল বন্দিদের বিষয়টি সবসময় স্পর্শকাতর। এক্ষেত্রে সবসময় নজরদারি থাকে। সঞ্জয়কে কণামাত্র বাড়তি সুবিধা দেওয়ার সম্ভাবনা নেই। কেউ এই ঝুঁকি নেবেন না। সঞ্জয়ের বিরুদ্ধে জেলে খারাপ আচরণের অভিযোগ নেই। জেলের বাইরে থাকাকালীন সময়েও তাঁর বিরুদ্ধে কোনও রিপোর্ট দেয়নি পুলিশ। আদালতে হলফনামায় এই বিষয়গুলিই উল্লেখ করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















