নোট বাতিল: লোকসভায় বলতে দেওয়া হচ্ছে না, তাই জনসভায়, দিশার সমাবেশে মোদী
দিশা (গুজরাত): দেশের অর্থনীতি থেকে কালো ও জাল টাকা দূর করতেই ৫০০, ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছে বলে সওয়াল করে দিশার জনসভা থেকে বিরোধী শিবিরকে আক্রমণ নরেন্দ্র মোদীর। বিরোধী দলগুলি নোট বাতিলের পর সংসদ চলতে দিচ্ছে না বলে অভিযোগ করে তিনি বলেছেন, সরকার সবসময়ই বিতর্ক চায় বলে জানিয়েছে। তবুও আমাকে লোকসভায় বলতে দেওয়া হচ্ছে না। তাই জনসভায়ই নিজের কথা বলছি।
নিজের রাজ্য গুজরাতের বানসকান্থার দিশায় ডেয়ারি প্ল্যান্টের উদ্বোধন করে কৃষক সমাবেশে তিনি এও বলেন, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় নিজেই 'বিপুল রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী', সেই তিনিও সংসদের শীতকালীন অধিবেশনের ঘটনাবলীতে 'বিরক্ত হয়েছেন'।
প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর বিরোধীরাই বারংবার সংসদ মুলতুবি রাখতে স্পিকারকে বাধ্য করছেন বলে অভিযোগ করে তাঁদের প্রবল নিন্দা করেন রাষ্ট্রপতি। সংসদ হল্লা, ধরনার জায়গা নয়, সেজন্য রাস্তাই তো আছে, এও মন্তব্য করেন ক্ষোভের সুরে। রাষ্ট্রপতির সেই মন্তব্যই হাতিয়ার করেন এদিন মোদী।
পুরানো নোট বাতিল ঘোষণার সমর্থনে তিনি বলেন, এই পদক্ষেপ নিয়ে আমরা সন্ত্রাসবাদীদের, জাল নোট চক্রের কারবারীদের হাত দুর্বল করতে সক্ষম হয়েছি। এও বলেন, ৫০ দিন সময় চেয়েছিলাম। বদলটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। দেশকে দুর্নীতির কবলমুক্ত করতে এ এক বিরাট পদক্ষেপ।
দুর্নীতি, কালো টাকা দেশের অগ্রগতি রোধ করছে, দুর্বলের প্রভূত ক্ষতি করছে বলে জানিয়ে মোদী ঘোষণা করেন, গরিব লুঠ, মধ্যবিত্তকে শোষণের এই খেলা এবার ইতিহাস হয়ে যাবে।
কৃষক সমাবেশ থেকেও নগদহীন লেনদেনের পক্ষে সওয়াল করে তিনি বলেন, সকলে ই-ব্যাঙ্কিং, ই-ওয়ালেট ব্যবস্থা গ্রহণ করুন। আমার বিরোধিতা করুন, ঠিক আছে। কিন্তু মানুষকে আর্থিক লেনদেনে প্রযুক্তির ব্যবহার শেখান। এখন আপনার ব্যাঙ্ক, ওয়ালেট তো আপনার মোবাইলেই।