এক্সপ্লোর
গবাদি বিধি: কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: বিতর্কিত গবাদি বিধি কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের। দেশের পশু বাজারগুলিতে নিধনের জন্য ছয়টি গবাদি পশু ক্রয়-বিক্রয়ে সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। এই বিধিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা দুটি পিটিশনের ভিত্তিতে বিচারপতি আর কে আগরওয়াল ও বিচারপতি এস কে কাউলের অবকাশকালীন বেঞ্চ কেন্দ্রকে নোটিশ জারি করেছে এবং দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে। মামলার পরবর্তী শুনানি ১১ জুলাই। কেন্দ্রের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল পি এস নরসিমহা বলেছেন, সারা দেশে পশু ক্রয়বিক্রয়ের ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গড়ে তোলাই ওই বিজ্ঞপ্তির উদ্দেশ্য। তিনি আরও বলেন, মাদ্রাজ হাইকোর্ট এ বিষয়ে সম্প্রতি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। পিটিশনকারীর দাবি, ওই বিধি অসাংবিধানিক। কারণ তা ধর্মাচরণ, জীবনযাপনের স্বাধীনতা সংক্রান্ত মৌলিক অধিকারের পরিপন্থী। গত ২৬ মে ওই বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রের পরিবেশমন্ত্রক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















