জাতীয় স্তরে প্রবেশিকার দায়িত্বে এনটিএ, এবার থেকে বছরে ২ বার অভিন্ন মেডিক্যাল, জয়েন্ট (মেইন) দেওয়ার সুযোগ
নয়াদিল্লি: এবার থেকে জাতীয় স্তরে ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব নিতে চলেছে নবগঠিত ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বা জাতীয় পরীক্ষাগ্রহণ সংস্থা। এতদিন, এই পরীক্ষা নেওয়ার দায়িত্বে ছিল সিবিএসই। শনিবার এই কথা জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
নতুন নিয়ম অনুযায়ী অভিন্ন মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা হবে। কারণ, এবার থেকে বছরে ২ বার করে মেডিক্যালের প্রবেশিকায় এবার বসার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। একইভাবে, বছরে ২ বার হবে জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষাও।
জাভড়েকর জানান, ডিসেম্বর মাসে হবে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট(নেট), জানুয়ারি ও এপ্রিল মাসে নেওয়া হবে জয়েন্ট এন্ট্রান্স (জেইই-মেইন) এবং ফেব্রুয়ারি ও মে মাসে অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট (নিট)।
মন্ত্রী জানান, অভিন্ন মেডিক্যালের ক্ষেত্রে, সে সকল পরীক্ষার্থী ২ বার নিট প্রবেশিকায় বসবেন, তাঁদের দুটি পরীক্ষার মধ্যে তুলনামূলক ভাল স্কোর হওয়া পরীক্ষার ফলই গ্রাহ্য করা হবে। ়
জাভড়েকরের দাবি, পরীক্ষাগুলি সুরক্ষিত এবং আন্তর্জাতিক নিয়ম মেনেই হবে। সেখানে প্রশ্নফাঁসের মতো কোনও ঘটনা ঘটবে না। প্রশ্নপত্র অনেকটাই পরীক্ষার্থী-বান্ধব হবে এবং একইসঙ্গে তা স্বচ্ছ, বিজ্ঞানসম্মত ও কারচুপি-মুক্ত হবে।
এছাড়াও, কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (সিম্যাট) ও গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপটিচিউড টেস্ট (জিপ্যাট) প্রবেশিকার দায়িত্বেও থাকবে এনটিএ। মন্ত্রী জানান, পরীক্ষার্থীদের সুবিধার্থে অগাস্ট মাসের শেষ দিকে বিভিন্ন কম্পিউটার সেন্টার থেকে পরীক্ষার জন্য অনুশীলন করার সুযোগ দেওয়া হবে।
জানা গিয়েছে, সমস্ত পরীক্ষাই হবে কম্পিউটার-বেসড। চার থেকে পাঁচ দিন ধরে চলবে এই পরীক্ষা। ওয়েবসাইটে পরীক্ষাগ্রহণের একাধিক তারিখ দেওয়া থাকবে। সেই অনুযায়ী, পরীক্ষার্থীরা নিজেদের সুবিধামতো তারিখ বাছতে পারবেন।