এক্সপ্লোর
Advertisement
তরুণ বয়সে ‘অ্যাডাল্ট সিনেমা’ দেখার মজাদার কাহিনী জানালেন মনোহর পর্রীকর
পানাজি:তরুণ বয়সে ‘অ্যাডাল্ট সিনেমা’ দেখার মজাদার অভিজ্ঞতার কথা জানালেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। শিশুদিবসের একটি অনুষ্ঠানে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন পর্রীকর। এক পড়ুয়া তাঁর কাছে জানতে চান, যখন তরুণ ছিলেন, তখন কী ধরনের সিনেমা দেখতেন। উত্তরে পর্রীকর বলেন, শুধু সিনেমাই নয়, ওই সময়ের অ্যাডাল্ট সিনেমা (প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমা)-ও তাঁরা দেখতেন। তবে তখন অ্যাডাল্ট সিনেমাতে যা দেখানো হত, এখন টিভিতেও তার থেকে অনেক বেশি কিছু দেখানো হয়।
প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ওই সময় একটা জনপ্রিয় (অ্যাডাল্ট) সিনেমা ছিল। সেই সময় তিনি প্রাপ্তবয়স্কই ছিলেন। তিনি ও তাঁর এক ভাই ওই সিনেমা দেখতে যান। কিন্তু ইন্টারভ্যালে যখন সিনেমা হলে আলো জ্বলল, তখন দেখলেন, তাঁদের এক প্রতিবেশী তাঁর পাশেই বসে রয়েছেন। ওই ব্যক্তি তাঁর পরিবারের পরিচিত ছিল। ওই ব্যক্তিকে দেখে দারুন ভয় পেয়ে তিনি ও তাঁর ভাই অভধূত মাঝপথেই সিনেমা হল ছেড়ে ছুটে বেরিয়ে আসেন।
বাড়িতে বকুনি খাওয়ার হাত থেকে রক্ষা পেতে ফেরার পথেই একটা মনগড়া কাহিনী তৈরি করে নেন তাঁরা। বাড়িতে ফিরেই মাকে বলেন, তাঁরা একটা সিনেমা দেখতে গিয়েছিলেন। কিন্তু সেটা যে এত খারাপ তা জানা ছিল না..তাই সিনেমাটা পুরো না দেখেই চলে এসেছেন তাঁরা।
তারপর কিছুটা হাল্কা সুরেই তাঁদের প্রতিবেশীর সিনেমা হলে থাকার কথাটা উল্লেখ করেন।
পরের দিন ওই প্রতিবেশী বেশ উত্তেজিতভাবে তাঁর মাকে বলেন, মনোহর ও অভধূত অ্যাডাল্ট সিনেমা দেখতে গিয়েছিল। কিন্তু সে কথা জানাতে গিয়ে পর্রীকরের মায়ের ধমক খেতে হল ওই প্রতিবেশীকে। পর্রীকরের মা ওই প্রতিবেশীকে বলেন, ‘আমি তো জানি, ওরা কোন সিনেমা দেখতে গিয়েছিল। কিন্তু তুমি গিয়েছিলে কেন? এই সব সিনেমা তুমিও একদম দেখবে না’।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement