এক্সপ্লোর
Advertisement
অবৈধ সম্পর্কে লিপ্ত! বুলন্দশহরে পঞ্চায়েতের নির্দেশে প্রকাশ্যে মহিলাকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মার স্বামীর
বুলন্দশহর: মানবিকতা যে তলানিতে এসে ঠেকেছে, তা আরও একবার প্রমাণ হয়ে গেল বুলন্দশহরের এক ঘটনায়। গ্রামের পঞ্চায়েতের নির্দেশে এক মহিলার দুই হাত গাছের ডালের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করল স্বামী। যন্ত্রণায় সে চিতকার করলেও, সামান্য সাহায্যের জন্যেও কেউ এগিয়ে এল না। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেখানেই দেখা গিয়েছে প্রায় শ খানেক মানুষের সামনে দাঁড়িয়ে চলেছে এই অকথ্য অত্যাচার। কেউ উদ্ধারে এগিয়েতো আসেইনি, বরং দাঁড়িয়ে দাড়িয়ে উপভোগ করেছে এবং হেসেছে। কেউ কেউ মহিলার শ্লীলতাহানি করেছে বলেও অভিযোগ।
পশ্চিম উত্তরপ্রদেশের বুলন্দশহরে লৌঙ্গা গ্রামে গত ১০ মার্চ এই ঘটনাটি ঘটেছে। অন্য এক ব্যক্তির সঙ্গে ওই মহিলা পালিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। তাঁর স্বামী জোর করে তাঁকে গ্রামে ফিরিয়ে আনেন। এর পরই গ্রামের পঞ্চায়েত প্রধান মহিলাকে প্রকাশ্যে পেটানোর নিদান দেয়। তাদের নির্দেশেই এই ঘৃণ্য কাজটি করা হয়েছে। যেখানে ঘটনাটি ঘটেছে, সেটা রাজধানী দিল্লি থেকে মাত্র ৬০ কিমি দূরে অবস্থিত।
ঘটনাস্থলে উপস্থিত এক গ্রামবাসীই পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেছে। সেখানেই দেখা গিয়েছে, এক ব্যক্তি একটি সাইকেলের চাকা দিয়ে পেটাচ্ছে মহিলাকে। ওই ব্যক্তি মহিলার স্বামী। যখন মারা হচ্ছিল, তখন যন্ত্রণায় কাতরাচ্ছিল ওই মহিলা। যখন মারা থামে, তখন ওই মহিলা জ্ঞান হারায়। বুধবার থানায় অভিযোগ জানালে স্বামী সহ পঞ্চায়েত প্রধান এবং তার ছেলেকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া ২০ থেকে ২৫ জন ব্যক্তির বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement