এক্সপ্লোর
দেড় মাসের শিশুকে বাড়িতে একলা ফেলে চলে যান মা-বাবা, পুলিশ এসে উদ্ধার করল দেহ

জয়পুর: রাজস্থানের বাঁশওয়ারা জেলার একটি বন্ধ বাড়ি থেকে এক দেড় মাসের শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, শিশুটিকে বাড়িতে একলা ফেলে চলে যান তার বাবা-মা। এরপরই বন্ধ ঘরের মধ্যে থেকে উদ্ধার হয় মৃত শিশুর দেহ। প্রসঙ্গত, সন্তানের মৃত্যুর খবর দেওয়ার পর ঘরে ফেরেন শিশুর বাবা-মা। ঘটনার তদন্তকারী অফিসার মনোহর সিংহ প্রাথমিক তদন্তের পরে জানিয়েছেন, বৃহ্স্পতিবার স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। তারপরই বাড়ি ছেড়ে নিজের বাবা-মায়ের কাছে চলে যান মৃত শিশুর মা। ঘটনার কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে যান শিশুটির বাবাও। তখন বাড়িতে একলাই পড়েছিল দেড় মাসের ওই একরত্তি। এরপর গতকাল এক অঙ্গনওয়ারী কর্মী পুলিশের কাছে এসে জানায় ওই বাড়ির থেকে পচা গন্ধ বেরোচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির বন্ধ দরজা ভেঙে শিশুটির দেহ উদ্ধার করে। আপাতত শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই শিশু মৃত্যুর আসল কারণ জানা যাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















