এক্সপ্লোর
সীমান্তে পাক বাহিনীর গুলিতে আহত বিএসএফ জওয়ানের মৃত্যু
![সীমান্তে পাক বাহিনীর গুলিতে আহত বিএসএফ জওয়ানের মৃত্যু One Bsf Jawan Killed In Heavy Pak Firing Along International Border In Jammu সীমান্তে পাক বাহিনীর গুলিতে আহত বিএসএফ জওয়ানের মৃত্যু](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/10/24015721/Jammu-BSF-jawan-photo-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জম্মু: জম্মু ও কাশ্মীরের আরএস পুরা সেক্টরে পারগোয়াল ও কানাচকে পাক রেঞ্জার্সের গুলিতে জখম বিএসএফ জওয়ানের মৃত্যু হল। এক আধিকারিক এ কথা জানিয়েছেন। গতকাল রাতে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায়। এরফলে জখম হন বিএসএফ জওয়ান সুশীল কুমার। তাঁকে জম্মুর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।এই ঘটনায় আরও তিন জওয়ান জখম হয়েছেন।
গতকাল রাত ৯টা ৫০ মিনিটে আরএস পুরা সেক্টরে বিএসএফের তিনটি চৌকি লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে পাক রেঞ্জার্স। গভীর রাতে আরও ৬টি বিএসএফ চৌকিকে নিশানা করে গুলিবর্ষণ শুরু হয়। পাল্টা জবাব দেয় বিএসএফ।
ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর এক আধিকারিক বলেছেন, জম্মুর আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া বিভিন্ন সাব সেক্টরে ফরোয়ার্ড বিওপি ও গ্রাম লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় পাক বাহিনী। এর ফলে এক জওয়ান শহিদ হয়েছেন ও আরও কয়েকজন জখম হয়েছেন।
পুলিশ জানিয়েছে, পাক বাহিনীর গুলিতে জখম হয়েছেন আর এস পুরা এলাকার দুই মহিলা। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাতেও পাক রেঞ্জার্স সীমান্তবর্তী গ্রাম ও বর্ডার আউট পোস্টগুলিকে নিশানা করে গুলি চালিয়েছিল।
উল্লেখ্য, এর আগে জম্মুর কাঠুয়ায় বিএসএফের পাল্টা জবাবে সাত পাক রেঞ্জার্স ও এক জঙ্গির মৃত্যু হয়েছিল। আরও তিনজন গুরুতর জখম হয়েছিল।
উরি হামলার পর ভারত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। এই ঘটনার পর এখনও পর্যন্ত ৪০ বারেরও বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)