এক্সপ্লোর
Advertisement
একজন জামিনে রয়েছেন, আরেকজন জেলে! রাহুল লালুর সঙ্গে দেখা করায় কটাক্ষ বিজেপির
নয়াদিল্লি: রাহুল গাঁধী লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করায় কটাক্ষ বিজেপির। কংগ্রেস সভাপতি আজ এইমস-এ আরজেডি সভাপতির সঙ্গে দেখা করেন। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী ঘোষিত লালুর চিকিত্সা চলছিল সেখানে। আজই সেখান থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতেই দেখা করেন কংগ্রেস সভাপতি।
एक Bail पे
एक Jail में
फिर भी इनकी हिम्मत है
जो कहते है हम डटे हैं
जंगे भ्रष्टाचार के खेल में।। pic.twitter.com/0TORngvmHV
— Sambit Patra (@sambitswaraj) April 30, 2018
বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র কেন লালুর কাছে রাহুল, সেই প্রশ্ন তুলে ট্যুইটে কটাক্ষ করেন, দুর্নীতির প্রশ্নে সখ্য রয়েছে দুজনের। রাহুল ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিনে রয়েছেন আর লালু একাধিক পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় কারাবাসের সাজা খাটছেন!
লালু দেওঘর ট্রেজারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২৩ ডিসেম্বর থেকে রাঁচির বিরসা মুন্ডা সেন্ট্রাল জেলে ছিলেন। ২৯ মার্চ তাঁকে বিশেষ চিকিত্সার জন্য এইমসে ভর্তি হতে অনুমতি দেয় বিশেষ সিবিআই কোর্ট।
এদিন কর্নাটক সফরে বিজেপি সভাপতি অমিত শাহও লালুর সঙ্গে দেখা করা নিয়ে রাহুলকে বিঁধে বলেন, ওঁর দুমুখো চেহারা বেরিয়ে গেল। উনিই তো কংগ্রেসের শরিক আরজেডি সভাপতিকে 'বাঁচাতে' ২০১৩ সালে আনা ইউপিএ সরকারের অর্ডিন্যান্সকে প্রকাশ্যে ছিঁড়ে ফেলেছিলেন। আর আজ সেই লালুর সঙ্গেই দেখা করলেন। এতে বোঝা গেল, উনি দুর্নীতির সমর্থক। এরকম দুমুখো দল কেমন করে কর্নাটকে পরিচ্ছন্ন সরকার উপহার দেবে!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement