এক্সপ্লোর
Advertisement
২.৩ লক্ষ টাকা দামের ৫৮ বস্তা পেঁয়াজ চুরি! গ্রেফতার চার
ইদানিং বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে দামেই চোখে জল চলে আসছে ক্রেতাদের।রীতিমতো মহার্ঘ হয়ে উঠেছে রান্নাঘরে নিত্যপ্রয়োজনীয় পেঁয়াজ। এই অবস্থায় পেঁয়াজের দিকে নজর পড়েছে চোরেদেরও। গয়নাগাঁটি, টাকাপয়সা নয়, পেঁয়াজ চুরি করে করে গ্রেফতার চারজন।
পুনে: ইদানিং বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে দামেই চোখে জল চলে আসছে ক্রেতাদের।রীতিমতো মহার্ঘ হয়ে উঠেছে রান্নাঘরে নিত্যপ্রয়োজনীয় পেঁয়াজ। এই অবস্থায় পেঁয়াজের দিকে নজর পড়েছে চোরেদেরও। গয়নাগাঁটি, টাকাপয়সা নয়, পেঁয়াজ চুরি করে করে গ্রেফতার চারজন। এক কৃষকের ভাণ্ডার থেকে ৫৮ বস্তা পেঁয়াজ চুরি করে চোরেদের ওই দল। সেই পেঁয়াজের বাজারমূল্য প্রায় ২.৩৫ লক্ষ টাকা।
সংবাদসংস্থা জানিয়েছে, মহারাষ্ট্রে পুনের গ্রামীণ পুলিশ ওই চার জনকে পেঁয়াজ চুরির অভিযোগে গ্রেফতার করেছে। গত ২১ অক্টোবর তারা এক কৃষকের বারাকের তালা ভেঙে পেঁয়াজের বস্তাগুলি চুরি করেছিল।
পুলিশ জানিয়েছে, ২ লক্ষ টাকা দামের ৪৯ বস্তা পেঁয়াজ উদ্ধার করা হয়েছে। বাকি বস্তাগুলির পেঁয়াজ ইতিমধ্যেই বিক্রি করে দেওয়া হয়েছে।
গত কয়েক সপ্তাহে পেঁয়াজের দাম ৭৫ টাকা ছাড়িয়েছে। মজুতদারি ও সেইসঙ্গে ভারী বৃষ্টির কারণে খারিফ ফসল নষ্ট হওয়ায় পেঁয়াজের এই দামবৃদ্ধি বলে খবর।
দেশের বাজারে যোগান বাড়িয়ে পেঁয়াদের আকাশছোঁয়া মূল্য থেকে ক্রেতাদের স্বস্তি দিতে কেন্দ্র আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত খুচরো ও পাইকারি বিক্রেতাদের মজুতের সীমা বেঁধে দিয়েছে। এরফলে খুচরো বিক্রেতারা দুই টন ও পাইকারি ব্যবসায়ীরা ২৫ টনের বেশি পেঁয়াজ মজুত রাখতে পারবেন না। এতে মজুতদারি ও কালোবাজারিতে রাশ টানা যাবে। ক্রেতা সুরক্ষ দফতরের সচিব লীনা নন্দন বলেছেন, এটা নির্ণায়ক পদক্ষেপ। খুচরো বিক্রেতা ও পাইকারি ব্যবসায়ীদের সর্বোচ্চ মজুতের সীমা বেঁধে দেওয়া হয়েছে। তিনি জানান, এক্ষেত্রে সরকার অত্যধিক মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিততে সদ্য অনুমোদিত অত্যাবশ্যক পণ্য (সংশোধনী) আইন ২০২০ বলবৎ করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
খবর
খবর
Advertisement