নোট বাতিলের প্রথম বর্ষপূর্তির দিন ‘কালো দিবস’ পালন করবে বিরোধীরা
নয়াদিল্লি: আগামী ৮ নভেম্বর, নোট বাতিলের প্রথম বর্ষপূর্তির দিন ‘কালা দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিল বিরোধীরা। ওইদিন নোট বাতিল ও তার ‘কুপ্রভাব’-এর বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদে সামিল হবে বিরোধী দলগুলি।
এদিন বিরোধী সমন্বয় কমিটির যৌথ সাংবাদিক সম্মেলনে রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের গুলাম নবি আজাদ কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তকে ‘শতাব্দীর কেলেঙ্কারি’ হিসেবে কটাক্ষ করেন। তিনি বলেন, আমরা ৮ নভেম্বর কালো দিবস হিসেবে পালন করছি।
নোট বাতিলকে এনডিএ সরকারের ‘সবচেয়ে বাজে এবং তাড়াহুড়োতে নেওয়া সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করে প্রবীণ কংগ্রেস নেতা বলেন, ১৮টি রাজনৈতিক দল এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রত্যেক রাজ্যে নিজ নিজ ভাবে প্রতিবাদে সামিল হবে এই ১৮টি দল।
মোদী সরকারকে আক্রমণ করে গুলাম নবি দাবি করেন, সরকারের এই সিদ্ধান্ত মানুষকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। বিশ্বে কোথাও এমন হয়নি যে, সরকারের নীতির জন্য মানুষ মারা গিয়েছে। গুনাম নবির পাশে বসা জেডিইউ-বিক্ষুদ্ধ নেতা শরদ যাদব বলেন, প্রত্যেক রাজ্যে স্থানীয় নামেই পালিত হবে এই কালা দিবস।
যেমন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, তাঁরা পশ্চিমবঙ্গে ‘কালো দিবস’ পালন করবেন। তাঁর মতে, গত বছর ৮ নভেম্বর যে কেলেঙ্কারি হয়েছিল, আধুনিক ভারতের ইতিহাস তা মনে রাখবে। ডেরেক দাবি করেন, সময়ে সময়ে তাঁরা সরকারের সামনে এই নীতি সংক্রান্ত বিভিন্ন সংশয় ও প্রশ্ন তুলে ধরেছিলেন। কিন্তু, সরকার সেই আশঙ্কা দূর করতে পারেনি।
কিন্তু কেন রাজধানীতে একত্রিতভাবে এই যৌথ প্রতিবাদ পালন করছে না বিরোধীরা? এই প্রশ্নের জবাবে ডেরেক জানান, বিভিন্ন আঞ্চলিক দলের পক্ষে সম্ভব নয় দিল্লিতে আসা। তাই সিদ্ধান্ত হয়েছে, তারা নিজ নিজ রাজ্যে নিজেদের মতো করে প্রতিবাদে সামিল হবে। এতে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হবে বার্তা। একইসঙ্গে, বিরোধীদের জোট কতটা শক্তিশালী, তাও তুলে ধরা সম্ভব হবে।
ডেরেক জানান, যখন তাঁরা সংসদে এই ইস্যুটি উত্থাপন করেছিলেন, তখন সমস্যার কথা তাঁরা বুঝতে পেরেছিলেন। কিন্তু, সাধারণ মানুষের পক্ষে তা সম্ভব ছিল না। তাঁরা পরবর্তীকালে, নোট বাতিলের ধাক্কা খেতে শুরু করেন। তাঁর দাবি, নোট বাতিলের বিরুদ্ধে সোচ্চার হওয়া সবকটি রাজনৈতিক দলকে এমনভাবে তুলে ধরা হয় যে, সকলেই দুর্নীতিগ্রস্ত। সকলের ঘরেই প্রচুর কালো টাকা লুকানো রয়েছে।
প্রসঙ্গত, গতকালই পার্লামেন্ট হাউস ভবনে গুলাম নবির চেম্বারে বিরোধী সমন্বয় কমিটির বৈঠক বসেছিল। ওই বৈঠকে উপস্থিত ছিল কমিটির সাত সদস্য—কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, ডিএমকে, বাম ও জেডিইউ (শরদ যাদব গোষ্ঠী)।