এক্সপ্লোর
Advertisement
বাছবিচার না করে উন্নয়ন হয়েছে, ২০১৯-এ মুসলিম সহ ৩০-৩৫ শতাংশ সংখ্যালঘু মোদীকে ভোট দেবেন, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
নয়াদিল্লি: বিজেপি ২০১৪-য় ক্ষমতায় আসার পর বিরোধী দলগুলি তার সম্পর্কে জনমানসে অনাস্থা, ভীতি ছড়ানোর চেষ্টা করেছে। কিন্তু কেন্দ্রের সরকার বাছবিচার না করে উন্নয়ন চালিয়ে গিয়ে ওদের সেই প্রচার ভেস্তে দিয়েছে। সংখ্যালঘুরাও মনে করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়নের পক্ষে। বললেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুখতার আব্বাস নকভি।
তিনি বলেছেন, গত ৭০ বছরে যে বিষ ছড়ানো হয়েছে, তা পুরোপুরি মুছে দেওয়া গিয়েছে বলতে পারি না। কিন্তু ইতিবাচক ব্যাপার হল, এখন সংখ্যালঘুরা বিজেপিকে ভারতীয় রাজনীতির বাস্তব বলে ভাবছেন, তাঁরা বিজেপিকে তার ভাল-মন্দ বিচার করেই সমর্থন করছেন।
২০১৪-র সাধারণ নির্বাচনে ১৮-২০ শতাংশ সংখ্যালঘু মানুষ মোদীকে ভোট দিয়েছেন বলে জানিয়ে নকভি বলেন, ২০১৯-এর ভোটে মুসলিম সহ ৩০-৩৫ শতাংশ সংখ্যালঘু উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে মোদীকে ভোট দেবেন বলে আশা করছি।
আগের ইউপিএ জমানার একাধিক ঘটনার তালিকা দিয়ে রাজ্যসভা সাংসদ নকভি বলেন, মোদী সরকার ক্ষমতায় আসার পর কাশ্মীরের বাইরে কোনও বড় জঙ্গি হানা বা সাম্প্রদায়িক হানাহানি হয়নি। আতঙ্কমুক্ত পরিবেশ, সমাজের সব অংশের মধ্যে সদ্ভাব বজায় রাখার পাশাপাশি দেশের কোথাও সাম্প্রদায়িক, সন্ত্রাসবাদী, অপরাধমূলক ঘটনা হবে না, তা সুনিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।
পুরস্কার ফেরানো অভিযান, রাজনৈতিক অভিযোগমূলক বিবৃতি দিয়ে দেশে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ তোলার পাশাপাশি নকভি বলেন, ১০ বছরের ধর্মনিরপেক্ষ ইউপিএ শাসনে প্রায় ৫৩০ জন মুসলিমকে সন্ত্রাসবাদী তকমা দিয়ে জেলে পোরা হয়েছিল, যাদের ৯০ শতাংশকেই নির্দোষ বলে জানিয়ে রেহাই দেয় আদালত। কিন্তু আমাদের আমলে একজনও নিরপরাধ মুসলিমকেও সন্ত্রাসবাদী বা দেশবিরোধী আখ্যা দিয়ে জেলে ঢোকানো হয়নি।
কিন্তু কেন্দ্র কি সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের মন জয়ের যথেষ্ট চেষ্টা করেছে, প্রশ্ন করা হলে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসার পরই রাজনৈতিক বিরোধীরা সংখ্যালঘুদের মনে তার সম্পর্কে ভুল ধারণা তৈরির চেষ্টা করে, প্রথমেই বলা শুরু করে, মোদী শাসক হয়েছেন, ভারতের সঙ্গে আরব দেশগুলি, আরও কয়েকটি দেশের সম্পর্ক মার খাবে, মুসলিমরা নিরাপদ নয়। কিন্তু সেই প্রচার ব্যর্থ হয়েছে। আরব থেকে আমেরিকা, আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া, প্রতিটি দেশ প্রধানমন্ত্রী মোদীর ভারতের নেতৃত্বে গভীর বিশ্বাস করে। সম্মান, মর্যাদার সঙ্গে উন্নয়নে আমরা দায়বদ্ধ। উন্নয়নের এজেন্ডাকে ভোট পাওয়ার এজেন্ডা থেকে দূরে সরিয়ে রাখলে সবসময় ইতিবাচক সাড়া পাওয়া যায়। সরকার কোনও বৈষম্য না করে সংখ্যালঘু উন্নয়নে কাজ করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement