এক্সপ্লোর
আমাদের নেতা, সাধারণ মানুষের অরুণাচলে যাওয়ার অধিকার আছে, চিনকে কড়া বার্তা ভারতের

ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরুণাচল প্রদেশ সফর নিয়ে চিনের আপত্তির কড়া জবাব দিল ভারত। আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার বলেছেন, ‘অরুণাচল প্রদেশের ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই আমাদের নেতা বা সাধারণ মানুষের অরুণাচলে যাওয়ার অধিকার আছে।’ গতকাল অরুণাচল সফরে যান প্রধানমন্ত্রী। তাঁর এই সফর নিয়ে আপত্তি জানিয়ে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, ‘চিন সরকার কোনওদিনই তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়নি। বিতর্কিত অঞ্চলে ভারতের নেতার সফর নিয়ে চিনের দৃঢ় আপত্তি আছে।’ অরুণাচল নিয়ে ভারত-চিনের দ্বন্দ্ব দীর্ঘদিনের। চিন এই প্রদেশটিকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে। এই বিতর্ক মেটানোর লক্ষ্যে ২০ বার বৈঠক হয়েছে। কিন্তু তাতেও বিতর্ক মেটেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















