এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
পদ্মাবতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজস্থান, মধ্যপ্রদেশ সরকার
জয়পুর ও ইনদওর: সুপ্রিম কোর্ট সারা দেশে সঞ্জয় লীলা বনশালীর ছবি ‘পদ্মাবৎ’ মুক্তির নির্দেশ দিলেও, এর বিরুদ্ধে আবেদন করার সিদ্ধান্ত নিল রাজস্থান ও মধ্যপ্রদেশ সরকার। রাজস্থানের স্বরাষ্ট্র ও ন্যায়বিচার মন্ত্রী গুলাবচন্দ কাটারিয়া বলেছেন, তাঁরা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করার সিদ্ধান্ত নিয়েছেন। সোম বা মঙ্গলবার এই রিভিউ পিটিশন দাখিল করা হতে পারে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বলেছেন, ‘আমরা ফের সুপ্রিম কোর্টের দরজায় করাঘাত করব।’
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও শ্রী রাজপুত করণী সেনা ‘পদ্মাবৎ’-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চলেছে। রাজস্থান ও মধ্যপ্রদেশ সরকারও বুঝিয়ে দিয়েছে, তারা চায় না ছবিটি মুক্তি পাক। কাটারিয়া বলেছেন, ‘ছবিটির উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ খতিয়ে দেখে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার মনে করে, জনগণের ভাবাবেগের কথা মাথায় রেখে জওহরের মতো ঐতিহাসিক ঘটনার সম্মান রক্ষা করা উচিত। রিভিউ পিটিশনে রাজ্য সরকারের সঙ্গে করণী সেনা ও মেবারের রাজ পরিবারকে যুক্ত করা হতে পারে।’
অন্যদিকে, বনশালীর পাশাপাশি সেন্সর বোর্ডের প্রধান প্রসূন জোশীকেও নিশানা করেছে করণী সেনা। এই সংগঠনের নেতা মহীপাল সিংহ হুমকি দিয়ে বলেছেন, ‘প্রসূন রাজস্থানে এলে নিজের দায়িত্বে আসবেন।’ ২৮ তারিখ জয়পুর সাহিত্য উৎসবের চতুর্থ দিন আসার কথা আছে সেন্সর বোর্ডের প্রধানের। তাঁর উপর হামলা চালানো হতে পারে বলে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছে করণী সেনা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement