এক্সপ্লোর
জয়সলমেরে আটক পাকিস্তানি গুপ্তচর

জয়সলমের: ভারত-পাক সীমান্ত লাগোয়া রাজস্থানের জয়সলমের থেকে এক পাকিস্তানি গুপ্তচরকে আটক করল ভারত।
খবরে প্রকাশ, সিআইডি ও সীমান্ত গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ধনানা অঞ্চল থেকে ওই ব্যক্তিকে আটক করে। তাকে জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
গত সপ্তাহে পাক গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য বিনিময় করার অভিযোগে জয়সলমেরের এক বাসিন্দাকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ। সাদিক নামে ওই ব্যক্তিকে দীর্ঘ জেরা করেন তদন্তকারীরা।
ধৃতের থেকে বাজেয়াপ্ত হয় বহু গুরুত্বপূর্ণ তথ্য ও নথি। এরপরই, সাদিকের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুযায়ী মামলা দাখিল করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















