এক্সপ্লোর
Advertisement
জাল ও ভুয়ো ভিডিও দেখিয়ে ভারতীয় জওয়ানদের মৃত্যুর দাবি পাক সংবাদমাধ্যমের
নয়াদিল্লি: নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইক করে উরি হামলার বদলা নিয়েছে। বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। নিকেশ হয়েছে ৪০-এর বেশি জঙ্গি। পাকিস্তান সরকারিভাবে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের কথা অস্বীকার করেছে। কিন্তু পাক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে, পাক অধিকৃত কাশ্মীরে অভিযানে ভারতের ৮ জওয়ান নিহত হয়েছেন। এই দাবির স্বপক্ষে পাক সংবাদমাধ্যমে ভিডিও-ও দেখানো হয়েছে। কিন্তু ভারতীয় সেনা পাক সংবাদমাধ্যমের ওই দাবি খারিজ করে দিয়েছে। সেনা সূত্রে বলা হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে নিরাপদেই তাঁবুতে ফিরে এসেছেন ভারতীয় জওয়ানরা। তাঁদের গায়ে আঁচড়টুকুও পড়েনি। নিজেদের দাবির স্বপক্ষে পাক সংবাদমাধ্যমগুলি যে সব ছবি ও ভিডিও দেখাচ্ছে সেগুলি জাল বলে জানিয়েছে সেনা। সেনার এক পদস্থ আধিকারিক বলেছেন, ভিডিও ও ছবিগুলি বিকৃত ও ভুয়ো।
ওই সেনা আধিকারিক বলেছেন, কোনও জওয়ান শহীদ হলে তা অস্বীকার করা তাঁকে অসম্মান করার সামিল। ভারতীয় সেনা কখনই তা করে না। সার্জিক্যাল স্ট্রাইকে কোনও ভারতীয় জওয়ানের মৃত্যু হলে সেনা তা অবশ্যই জানাত।
তিনি আরও বলেছেন, ১৯৯৯-এর কার্গিল যুদ্ধের সময় পাক সেনাদের শেষকৃত্য করেছিল ভারত। পাকিস্তান তো তাদের দেহগুলি নিতেও অস্বীকার করেছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement