এক্সপ্লোর
Advertisement
পাকিস্তান চাইলেই কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক আদালতে যেতে পারবে না, দাবি সুষমার
নয়াদিল্লি: পাকিস্তান চাইলেই কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক আদালতে যেতে পারবে না। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সব সমস্যা মেটাতে চায় ভারত। তবে সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। কাশ্মীর প্রসঙ্গে তৃতীয় হস্তক্ষেপের সম্ভাবনা খারিজ করে আজ ফের এই মন্তব্য করেছেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। কাজাকস্তানের আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক প্রসঙ্গে সুষমা বলেছেন, দু দেশ কোনও সিদ্ধান্তে পৌঁছয়নি।
চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের বিরোধিতা করে বিদেশ মন্ত্রী বলেছেন, এর সঙ্গে ভারতের সার্বভৌমত্ব জড়িত। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এ বিষয়ে আপসের কোনও প্রশ্নই নেই। সেই কারণেই চিনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্পেরও বিরোধিতা করেছে ভারত। তবে এনএসজি সদস্যপদ নিয়ে চিনের সঙ্গে আলোচনা চলছে। উত্তরাখণ্ডের চামোলি জেলায় চিনের চপার দেখা যাওয়া প্রসঙ্গে বিদেশ মন্ত্রী বলেছেন, চিনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ আনা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি মানতে অস্বীকার করলেও, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে এর কোনও প্রভাব পড়বে না বলেই আশা প্রকাশ করেছেন সুষমা। তবে তিনি এইচ-ওয়ান বি ভিসা সংক্রান্ত নতুন নিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিদেশ মন্ত্রী আরও বলেছেন, গত তিন বছরে বিদেশে আটকে থাকা ৮০ হাজার ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement