এক্সপ্লোর
Advertisement
চন্দু চৌহান তাদের হেফাজতে রয়েছে, অবশেষে স্বীকার করল পাকিস্তান
নয়াদিল্লি: সার্জিক্যাল স্ট্রাইকের পর দিন পুঞ্চ সেক্টরে ভুল করে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ওপারে চলে গিয়েছিলেন ভারতীয় জওয়ান চন্দু বাবুলাল চৌহান। তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে সারা দেশ উদ্বিগ্ন। শেষপর্যন্ত চন্দু তাদের হেফাজতে রয়েছে বলে স্বীকার করে নিল পাকিস্তান। গতকাল ভারতের ডিজিএমও পাকিস্তানের ডিজিএমও-র সঙ্গে চন্দু লালের বিষয়টি নিয়ে কথা বলেন। সেই সময়ই পাক ডিজিএমও স্বীকার করে নেন যে, চন্দু তাঁদের হেফাজতে রয়েছেন। এবার ভারত সরকারিভাবে চন্দু লালকে ফিরিয়ে দেওয়ার দাবি পাকিস্তানের কাছে জানিয়েছে। উল্লেখ্য, চন্দু নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান।
এই ঘটনাতেও পাকিস্তানের মিথ্যাচার প্রকাশ্যে এল। গত ১০ দিন ধরে পাকিস্তান বলে আসছিল যে, তাদের হেফাজতে কোনও ভারতীয় জওয়ান নেই। অথচ সার্জিক্যাল স্ট্রাইকের পর দিনই পাকিস্তান দাবি করেছিল যে, তারা এক ভারতীয় জওয়ানকে ধরে ফেলেছে। কিন্তু পরে তারা অস্বীকার করে।
ভারত চন্দুকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে চিঠি লিখলেও পাকিস্তানের পক্ষ থেকে কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
শেষপর্যন্ত চন্দুর তাদের হেফাজতে থাকার কথা স্বীকার করল পাকিস্তান।
ঘটনার দিন ভুল করে তিনি নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ওপারে চলে যান। সেনা সূত্রে জানানো হয়, জওয়ান ও অসামরিক লোকজনের ভুল করে অন্যপারে চলে যাওয়ার মধ্যে অস্বাভাবিক কিছুই নেই। কারণ, দুই পারেই এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের ফেরত আনা হয়। এক্ষেত্রেও সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement