টানা তিনদিন নিয়ন্ত্রণরেখায় গোলাবর্ষণ পাক সেনার, আহত ৩ জওয়ান, প্রতিবাদ ভারতের
![টানা তিনদিন নিয়ন্ত্রণরেখায় গোলাবর্ষণ পাক সেনার, আহত ৩ জওয়ান, প্রতিবাদ ভারতের Pakistan Shells Loc Areas In Poonch For Third Day টানা তিনদিন নিয়ন্ত্রণরেখায় গোলাবর্ষণ পাক সেনার, আহত ৩ জওয়ান, প্রতিবাদ ভারতের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/05/03225145/Pakistan-Army-loc-kashmir.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জম্মু: ফের জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করল পাকিস্তান। এদিন পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা ছাউনি ও গ্রাম লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র ও মর্টার দিয়ে হামলা চালায় পাক সেনা। একইসঙ্গে, লাম সেক্টরেও সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করে পাক সেনা।
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, এদিন সকাল পৌনে ৯টা নাগাদ থেকে গুলি ও মর্টার বর্ষণ শুরু করে পাক বাহিনী। পাক গোলাগুলির পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় ফৌজ। সেনা সূত্রে খবর, পাক হামলায় তিন জওয়ান আহত হয়েছেন।
এদিনের ধরে, টানা তিনদিন সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করল পাকিস্তান। মঙ্গলবার, পুঞ্চে পাক গুলিতে এক ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। নায়েক মহেন্দ্র চেমজুং নামে ওই জওয়ান পাকিস্তানের ছোঁড়া মর্টারের ঘায়ে গুরুতর জখম হন। পরে, হাসপাতালে তিনি মারা যান।
এর আগে, সোমবার পাক মর্টারে এক বালক ও এক কিশোরীর মৃত্যু হয়। এছাড়া পাঁচ শিশু সহ ১২ জন আহত হয় ওই হামলায়। এর জেরে, মঙ্গলবার পাক ডেপুটি হাই কমিশনার সঈদ হায়দার শাহকে ডেকে ওই হামলার তীব্র নিন্দা করে ভারত।
এদিকে, জম্মু-পুঞ্চ সড়কে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন এক মেজর সহ চার সেনা অফিসার। জানা গিয়েছে, এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ জম্মুর থাটি-ঘারোটা এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়ির চাকা স্কিড করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়ি ধাক্কা মারে একটি গাছে। ঘটনাস্থলেই মারা যান মেজর আশীস নামে ওই অফিসার। গুরুতর আহত অবস্থায় এক কর্নেল ও ২ মেজর পদমর্যাদার অফিসারকে ভর্তি করা হয় হাসপাতালে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)