এক্সপ্লোর
Advertisement
একরত্তি শিশুর নিষ্কৃতি মৃত্যু চেয়ে আদালতের দ্বারস্থ বাবা-মা, সাহায্যের হাত বাড়াল সরকার
নয়াদিল্লি: দুধের শিশুর নিষ্কৃতি মৃত্যু (মার্সি কিলিং)-এর আর্জি জানিয়ে অন্ধ্রপ্রদেশের চিত্তুর আদালতের দ্বারস্থ হয়েছিলেন দরিদ্র দম্পতি। লিভারের দুরারোগ্য রোগে আক্রান্ত ৯ মাসের সন্তানকে যন্ত্রনা থেকে অব্যাহতি দিতে মার্সি কিলিংয়ের আর্জি জানিয়েছিলেন অসহায় বাবা-মা। অবশেষে গেনা সাই নামে ওই শিশুর সাহায্যে এগিয়ে এল অন্ধ্রপ্রদেশ সরকার।
৯ মাসের মেয়ে গেনা সাইয়ের বাবা রামানাপ্পা একটি মুদিখানার দোকানের কর্মচারী। মা সরস্বতী গৃহবধূ। জন্ম থেকেই গেনা দুরারোগ্য লিভারের সমস্যায় আক্রান্ত। জন্ম থেকেই তার পিত্তনালী নেই। ফলে তার লিভার খারাপ হয়ে যায়। অনেক চিকিৎসা করিয়েও কোনও ফল হয়নি। শেষে বেঙ্গালুরুর ডাক্তাররা জানান, ওষুধে কোনও কাজ হবে না। দুমাসের মধ্যে লিভার প্রতিস্থাপন করাতে হবে। সব মিলিয়ে যার খরচ ৫০ লক্ষ টাকারও বেশি।
বাবা বা মা-কেউ একজন লিভার দান করতে পারেন। কিন্তু চিকিত্সার এত খরচ বহন করতে তাঁরা অপারগ।
এই অবস্থায় গেনা সাইয়ের বাবা-মা আদালতের দ্বারস্থ হন। তাঁরা আর্জি জানান, হয় সরকার গেনার চিকিৎসার খরচ বহন করুক, না হলে তার মৃত্যুর অনুমতি দেওয়া হোক।
এরই পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে আলোচনা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কামিনেনি শ্রীনিবাস। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গেনাকে সাহায্যের কথা ঘোষণা করে সরকার। চেন্নাইতে গেনার অস্ত্রোপচার হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
খবর
Advertisement