এক্সপ্লোর
Advertisement
ছাত্রকে যৌন নিগ্রহের অভিযোগ, পাতিয়ালায় স্কুল অধ্যক্ষা সাসপেন্ড
পাতিয়ালা: পঞ্জাবের পাতিয়ালার একটি সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষাকে সাসপেন্ড করল রাজ্য শিক্ষা দফতর। তাঁর বিরুদ্ধে ওই স্কুলের এক ১৭ বছরের ছাত্রকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে।
আদর্শ ভাল্লা নামে ওই অধ্যক্ষার বয়স ৫২, তিনি বিবাহিত। তাঁর ওপর ওঠা অভিযোগের তদন্ত করেন শিক্ষা দফতরের জনৈক সার্কল অফিসার নিশি জালোটিয়া। তাতে অভিযোগ প্রমাণিত হয়েছে।
১৭ বছরের ওই ছাত্র দ্বাদশ শ্রেণিতে পড়ে। সে অভিযোগ করে, অধ্যক্ষা তাকে শারীরিকভাবে নিগ্রহ করেন, তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার জন্য চাপ দিচ্ছেন। তাকে তিনি জোর করে নিজের বাড়ি নিয়ে যান, স্কুল চলাকালীনও নিজের অফিসে পাশে বসিয়ে রাখেন তাকে।
জানাজানি হওয়ার পর ছেলেটির বাবা মা ও স্থানীয় গ্রামবাসীরা স্কুলের সামনে বিক্ষোভ দেখান। তারপরই নির্দেশ দেওয়া হয় তদন্তের।
জানা গিয়েছে, ভাল্লার বিরুদ্ধে এই প্রথম এমন নালিশ উঠছে না। গত বছরও দ্বাদশ শ্রেণির এক ছাত্র তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনে। এক ফেয়ারওয়েল পার্টিতে যেভাবে তিনি হিন্দি গানের তালে এক ছাত্রের সঙ্গে নেচেছিলেন, তাও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তবে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement