উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র পটনা, পুলিশের গাড়িতে আগুন, পাল্টা গুলি, আহত বহু
পটনা: বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র পটনা। আগুন লাগিয়ে দেওয়া হল পুলিশের গাড়িতে। পাল্টা গুলিতে আহত বেশ কয়েকজন।
খবরে প্রকাশ, মঙ্গলবার রাজীব নগর অঞ্চলকে বেআইনি দখলদার মুক্ত করতে অভিযান চালায় পটনা প্রশাসন। সরকারি উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা।
ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। পরে ধীরে ধীরে বিক্ষোভের মাত্রা আরও বাড়িয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। একইসঙ্গে আগুন লাগিয়ে দেওয়া হয় ২টি জেসিবি মেশিনে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা গুলি চালায় পুলিশ। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, যে জায়গায় এদিন উচ্ছেদ অভিযান চালানো হয়, তা দীর্ঘদিন ধরে বিতর্কিত।
১৯৮০ সালে কৃষকদের থেকে জমির দখল নেয় তৎকালীন রাজ্য প্রশাসন। বর্তমানে এই জমির নিয়ন্ত্রণ রাজ্য হাউসিং বোর্ডের অধীনে। কিন্তু, জমির মালিকদের দাবি, সরকারের তরফে তাঁদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি।