এক্সপ্লোর
Advertisement
‘পদ্মাবতী’-তে পদ্মিণীর অবমাননা হয়েছে বলে মনে করছে সমাজের একটা অংশ, বললেন নীতীশ
পটনা: বিজেপি শাসিত কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর পথে হেঁটেই বিতর্কের সমাধান না হওয়া পর্যন্ত ‘পদ্মাবতী’ সিনেমার মুক্তির পক্ষে তিনি নন বলে আগেই জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার তাঁর বক্তব্য, পদ্মাবতী সিনেমায় রাজপুত রানী পদ্মিণীর মর্যাদাহানি হয়েছে বলে সমাজের একটা বড় অংশ মনে করছে। তাই বলিউডে এই সিনেমা নির্মাতাদের বিষয়টি ব্যাখ্যা দিয়ে স্পষ্ট করা প্রয়োজন।
নীতীশ বলেছেন, ওই সিনেমায় ইতিহাসের শ্রদ্ধেয় চরিত্রের অমর্যাদা হয়েছে বলে সমাজের একটা বড় অংশ মনে করে। যদিও সিনেমাটি কেউ দেখেনি। এই অবস্থায় ছবির পরিচালক, প্রযোজক ও অন্যান্যদের দায়িত্ব হল প্রকাশ্যে বিবৃতি দেওয়া। সমগ্র বিতর্কের বিষয়টি স্পষ্ট করে জানাতে তাঁদের ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিহারের বিজেপি-জেডি(ইউ) জোট সরকারের মুখ্যমন্ত্রী।
নীতীশ বলেছেন, সিনেমাটি এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি। এই অবস্থায় এখনই সিনেমাটির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নও আসে না।
সঞ্জয়লীলা বনশালী পরিচালিত সিনেমাটি নিয়ে রাজপুত সম্প্রদায়ের একাংশ বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভের ফলে ‘পদ্মাবতী’র মুক্তি পিছিয়ে গিয়েছে। পদ্মাবতী সিনেমা নিয়ে দ্বিধাবিভক্ত দেশের রাজনৈতিক মহল। বিজেপি সামগ্রিকভাবে ‘পদ্মাবতী’-র ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষপাতী। অন্যদিকে, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মতো দলগুলি এ ধরনের উদ্যোগের বিরোধিতা করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement