এক্সপ্লোর
Advertisement
প্রত্যেকেরই নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশের অধিকার আছে, তাঁর কথা মন দিয়ে শোনা উচিত, নাসিরুদ্দিনের মন্তব্য নিয়ে মত আশুতোষ রানার, ভারতই বিশ্বের সবচেয়ে সহনশীল রাষ্ট্র, দাবি রাজনাথের
নয়াদিল্লি: অভিনেতা নাসিরুদ্দিন শাহের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিনকয়েক আগের মন্তব্য ঘিরে শোরগোলের মধ্যেই মত প্রকাশের অধিকারের পক্ষে সওয়াল আরেক বলিউড অভিনেতা আশুতোষ রানার। গত শুক্রবার নাসিরুদ্দিন দেশের নানা জায়গায় গণপিটুনিতে হত্যার নিন্দা করে উত্তরপ্রদেশের বুলন্দশহরে সম্প্রতি গোহত্যাকে কেন্দ্র করে হিংসার জেরে পুলিশকর্তার মৃত্যুর প্রসঙ্গে বলেন, আজকাল অনেক জায়গাতেই একটা গরুর মৃত্যু একজন পুলিশ অফিসারের হত্যার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। হিন্দু না মুসলিম বিতর্কের প্রেক্ষাপটে এদেশে নিজের সন্তানদের ভবিষ্যত্ কী, তা নিয়ে তিনি উদ্বিগ্ন বলেও জানান নাসিরুদ্দিন। তাঁর দাবি, সন্তানদের কোনও বিশেষ ধর্মমতে বড় করেননি তিনি। এহেন বক্তব্যে কেউ কেউ নাসিরুদ্দিনকে পাল্টা নিশানা করেছেন।
তবে প্রবীণ অভিনেতার নিজস্ব মতামত খোলাখুলি প্রকাশের অধিকারের হয়ে রানার সওয়াল, প্রত্যেকেরই নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশের অধিকার আছে। দেশে কেউ নিজের মনের কথা খুলে বললেই সমাজ তাঁর বিচার করতে বসবে? বরং তাঁর কথা মনোযোগ দিয়ে সবার শোনা উচিত। কেউ অবাধে নিজস্ব মত খোলাখুলি বললে তা নিয়ে যদি বিতর্ক হয়, তবে দেশের আর্থিক পরিস্থিতি ভাল হবে।
এদিকে নাসিরুদ্দিনের মন্তব্যের প্রেক্ষিতে দেশে অসহিষ্ণুতা মাথাচাড়া দেওয়ার অভিযোগ নাকচ করেছেন রাজনাথ সিংহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ভারতের মতো সহনশীল বিশ্বের আর কোনও দেশ নয়। তিনি বলেছেন, ভারতে যে সহনশীলতা আছে, তা দুনিয়ার আর কোথাও আছে বলে মনে করি না। একমাত্র ভারতেই নানা প্রধান ধর্মীয় বিশ্বাসের লোকজন শান্তিতে পাশাপাশি থাকেন। তারা ভারতকে ক্ষমতাশালী, স্বনির্ভর, সমৃদ্ধ করে তোলায় অবদান রেখেছেন, রেখে যাবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
খবর
Advertisement