ইরাকে নিহত ৩৯ জনের পরিবারপিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি ও নদিয়া: ইরাকে ইসলামিক স্টেট (আইএস)-এর হাতে নিহত ৩৯ ভারতীয়র নিকটাত্মীয়কে ক্ষতিপূরণ দেবে কেন্দ্র। এদিন প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার, নিহতদের শেষকৃত্য সম্পন্ন করা হল। ৩৯ জনের মধ্যে ২৭ জন পঞ্জাবের বাসিন্দা ছিলেন। চারজন হিমাচল প্রদেশের, ৬ জন বিহারের এবং ২ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন। এর আগে, ক্ষতিপূরণ নিয়ে বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহের মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। গতকাল তিনি বলেছিলেন, ক্ষতিপূরণ দেওয়া কোনও ফুটবল ম্যাচ নয়, বা বিস্কুট বিলি করা নয়। এর ২৪-ঘণ্টার মধ্যেই মঙ্গলবার নিহতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা আৰ্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। যদিও, এতে সন্তুষ্ট নয় নদিয়ার তেহট্টের খোকন সিকদারের পরিবার। মঙ্গলবার খোকন সিকদারের দেহাবশেষ গ্রামে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। প্রায় একঘণ্টা রাস্তায় মৃতদেহ আটকে রেখে চলে বিক্ষোভ। নিহতের পরিবারের দাবি, টাকা নয়, স্থায়ী সরকারি চাকরি চাই। গতকালই ইরাক থেকে ৩৯ জনের মধ্যে ৩৮ জনের দেহ ফেরত আনা হয় দেশে। পরে তা তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট পরিবারের হাতে। প্রসঙ্গত, চার বছর আগে, ৪০ জন ভারতীয় শ্রমিককে অপহরণ করে আইএস। পরে, তাঁদের মোসুলে হত্যা করা হয়। কেবল একজন কোনওমতে, পালিয়ে যান।