এক্সপ্লোর
Advertisement
উনিও কম দেশপ্রেমিক নন! স্বামীর অভিযোগ উড়িয়ে রাজনের পাশে মোদী
নয়াদিল্লি: রঘুরাম রাজনের বিরুদ্ধে সুব্রহ্মণ্যম স্বামীর তোপ সমর্থন করছেন না নরেন্দ্র মোদী। রাজনকে রিজার্ভ ব্যাঙ্কের শীর্ষপদ থেকে বরখাস্তের দাবিতে তাঁকে চিঠি লিখেছেন স্বামী। পাশাপাশি বিজেপির এই নেতা আক্রমণ করেছেন মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম, অর্থ সচিব শশীকান্ত দাশকেও। এমনকী কটাক্ষ করেছেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে। যদিও জেটলির পাশাপাশি বিজেপি শীর্ষ নেতৃত্বও রাজনের বিরুদ্ধে স্বামীর আনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। আর আজ মুখ খুলে স্বয়ং প্রধানমন্ত্রী বলে দিলেন, রাজনের মধ্যেও কম দেশপ্রেম নেই। কার্যত নিজের দলের এই নেতাকে নাম না করেই নাকচ করে একটি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, কেউ নিজেকে গোটা সিস্টেমের ঊর্ধ্বে বলে ভাবলে সেটা অন্যায়।
রাজন ও অন্যদের বিরুদ্ধে স্বামীর লাগাতার সমালোচনা, বাক্যবাণ তিনি অনুমোদন করছেন না, বুঝিয়ে দিয়ে মোদী বলেন, আমার নিজের দল বা তার বাইরে যেখানেই হোক, এসব ঠিক নয় বলেই মনে করি। এহেন প্রচার পাওয়ার চেষ্টা কখনও দেশের ভাল করে না। সকলের উচিত চরম দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। কেউ যদি ভাবেন, তিনি ব্যবস্থার ঊর্ধ্বে, তাহলে তা ঠিক নয়।
সাক্ষাত্কারে সরাসরি স্বামীর নাম না এনে ‘আপনার দলের এমপি’ বলে উল্লেখ করা হয়।
মোদী সম্প্রতি এলাহাবাদে নিজের দলের নেতাদের কথাবার্তা, আচরণে সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন। সে ব্যাপারেই এদিন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার বার্তা অত্যন্ত স্পষ্ট। এ ব্যাপারে কোনও বিভ্রান্তি নেই আমার।
রাজন ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, ফের রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর হচ্ছেন না। তাঁর প্রশংসা করে মোদী বলেন, তিনি নিশ্চিত, উনি পদে থাকুন না থাকুন, ভারতের সেবা করে যাবেন। রাজন মানসিকতায় পুরোপুরি ভারতীয় নন, স্বামীর এই অভিযোগ উড়িয়ে বলেন, ওর সম্পর্কে আমার অভিজ্ঞতা ভালই। তিনিও কম দেশপ্রেমিক নন। ভারতকে তিনিও ভালবাসেন। যেখানেই থাকুন, ভারতের ভালই করবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement