এক্সপ্লোর
Advertisement
করোনা সংকটের পর বিশ্বের নেতৃত্বদানের লক্ষ্যে আত্মনির্ভরতা অর্জনের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোভেল করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে আত্মনির্ভরতা অর্জনের আহ্বান জানিয়েছেন। মার্চের পর থেকে দেশবাসীর উদ্দেশে পঞ্চম ভাষণে বলেছেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে জয়ই শুধু নয়, এরপর বিশ্বের নেতা হয়ে ওঠার ক্ষমতা রয়েছে ভারতের।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোভেল করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে আত্মনির্ভরতা অর্জনের আহ্বান জানিয়েছেন। মার্চের পর থেকে দেশবাসীর উদ্দেশে পঞ্চম ভাষণে বলেছেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে জয়ই শুধু নয়, এরপর বিশ্বের নেতা হয়ে ওঠার ক্ষমতা রয়েছে ভারতের।
মোদি বলেছেন, সারা বিশ্বই যখন সংকটে তখন আমাদের অঙ্গীকার নিতে হবে, যে অঙ্গীকার হতে হবে এই সংকটের থেকেও বৃহত্তর। একবিংশ শতককে ভারতের শতক হিসেবে তৈরির প্রয়াস চালাতে হবে। আর এই লক্ষ্য পূরণের উপায় হল আত্মনির্ভরতা।
ভারত যে আত্মনির্ভরতা অর্জন করতে পারে তার দৃষ্টান্ত দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যখন দেখে কোভিড-১৯-এর সংক্রমণ শুরু হয়, তখন ভারতে কোনও পিপিই উত্পাদন হত ননা। কিন্তু এখন ভারতের প্রতিদিন দুই লক্ষ পিপিই ও ২ লক্ষ এন৯৫ মাস্ক তৈরি করতে সক্ষমতা রয়েছে। এই দৃষ্টিভঙ্গিই স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement