কর্নাটক: বিধায়ক কেনাবেচা নিয়ে তদন্ত করান মোদী, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি: কর্নাটকে বিধায়ক কেনাবেচার অভিযোগ তুলে বিজেপিকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। তাদের দাবি, প্রধানমন্ত্রীর উচিত দলীয় নেতাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া।
কংগ্রেসের মুখপাত্র জয়বীর শেরগিলের দাবি, শনিবার ইয়েদুরাপ্পার আস্থাভোটের আগে কং ও জেডিএস বিধায়কদের ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি। তিনি বলেন, কর্নাটকের বিজেপি বিধায়করা নির্লজ্জ দুর্নীতির পরিচয় দিয়েছেন, তারপর আমরা আশা করব, প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদী তদন্তের নির্দেশ দেবেন।
শেরগিলের মতে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কথা বলে থাকেন প্রধানমন্ত্রী। এখন দলীয় নেতা-বিধায়কদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়ে তাঁর উচিত নিজের প্রতিশ্রুতি রাখা।
সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা না জোগাড় করতে পারায়, গতকাল কর্নাটক বিধানসভায় আস্থাভোটের আগেই ইস্তফা দেন ইয়েদুরাপ্পা। এদিন জয়বীর বলেন, কেন্দ্রকে ‘বিজেপি-মুক্ত’ এবং দেশকে ‘ঘৃণা-মুক্ত’ করতে কংগ্রেস সব অ-বিজেপি দলের সঙ্গে গাঁটছড়া করতে রাজি।
শেরগিলের অভিযোগ, পেট্রল ও ডিজেলের শুল্ক বৃদ্ধি মারফৎ দেশব্যাপী ১০ লক্ষ কোটি টাকা তুলেছে বিজেপি। সেই টাকা ব্যবহার করা হচ্ছে কর্নাটকের বিধায়ক কিনতে। তিনি যোগ করেন, কর্নাটকের ভোটের জন্য এতদিন পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি করেনি কেন্দ্র। এর থেকেই স্পষ্ট যে, জ্বালানি-মূল্য হল কেন্দ্রের রাজনৈতিক হাতিয়ার।






















