ব্রিকস সম্মেলন: ডোকালাম নিয়ে বিদেশমন্ত্রক ছাড়া কেউ যেন মন্তব্য না করে, মন্ত্রিসভাকে নির্দেশ প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি: ব্রিকস সম্মেলনের আগে ডোকালাম নিয়ে অহেতুক বিতর্ক যাতে না বাঁধে, তার জন্য সতর্ক মোদী সরকার। আর সেই প্রেক্ষিতে এই ‘সংবেদনশীল’ ইস্যুতে বিবৃতি পেশ করার বিষয়ে মন্ত্রীদের বিশেষ নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী ৩-৫ সেপ্টেম্বর চিনের শিয়ামেনে বসছে ব্রিকস সম্মেলন। সেখানে উপস্থিত থাকবেন মোদী। তার আগে, কোনও প্রকার বিতর্ক এড়াতে চাইছে কেন্দ্র।
যে কারণে, বুধবার, মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত মন্ত্রীদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন মোদী। বলেছেন, ডোকালাম নিয়ে ভারতের সাফল্য উল্লেখ করতে গিয়ে চিনা সেনার প্রত্যাহার করার বিষয়টি জনসাধারণের সামনে তুলে ধরা জরুরি।
কিন্তু, এরসঙ্গেই প্রধানমন্ত্রীর নির্দেশ, ডোকালাম নিয়ে কথা বলা বা বিবৃতি দেওয়ার বিষয়টি কেবলমাত্র বিদেশমন্ত্রকই পালন করবে। এছাড়া, অন্য কেউ কোনও মন্তব্য যেন না করে।
প্রধানমন্ত্রীর মতে, ভারত বিষয়টিকে ভালভাবেই মোকাবিলা করেছে। কিন্তু, যেহেতু এই বিষয়টি ‘সংবেদনশীল’, তাই কেউ যেন আগবাড়িয়ে মন্তব্য না করে বসেন।
বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি জানান, বিদেশমন্ত্রক একবার বিবৃতি পেশ করেছে। বারবার মন্তব্য করার কোনও প্রয়োজন নেই।
প্রসঙ্গত, গত আড়াই মাস ধরে ভারত-চিন-ভূটান সীমান্ত লাগোয়া ডোকালামে মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল ভারতীয় চিনা সেনার মধ্যে। চলতি সপ্তাহে ভারত দাবি করে, সহমতের ভিত্তিতে ডোকালাম থেকে সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে উভয় দেশই।
ভারত দাবি করে, যে সড়ক নির্মাণকে কেন্দ্র করে ডোকালামে চিনের সঙ্গে সংঘাতের সৃষ্টি হয়েছিল, সেই সড়ক নির্মাণ বন্ধ রাখতে সম্মত হয়েছে বেজিং। অন্যদিকে, চিন দাবি করে, তারা নয়, কেবল ভারত সেনা প্রত্যাহার করেছে।