এক্সপ্লোর
Advertisement
'ভুয়ো খবর' ছড়ালে সাংবাদিকের স্বীকৃতি স্থগিত বা বাতিল: তথ্য় ও সম্প্রচারমন্ত্রকের বিজ্ঞপ্তি প্রত্যাহার মোদীর নির্দেশে
নয়াদিল্লি: 'ফেক নিউজ' বা 'জাল, ভুয়ো খবর' ছড়ালে সংশ্লিষ্ট সাংবাদিকের সরকারি স্বীকৃতি বাতিলের সরকারি বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে। গতকালের সরকারি বিজ্ঞপ্তিতে নানা মহল অসন্তোষ প্রকাশ করে মিডিয়ার ওপর খবরদারির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ জানায়। ২৪ ঘন্টার মধ্যেই স্বয়ং প্রধানমন্ত্রী এ ব্যাপারে উদ্যোগ নিয়ে বিষয়টি প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার কাছে বিবেচনার জন্য পাঠানোর পরামর্শ দিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে গতকালের বিজ্ঞপ্তিটি তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রককে। তারা নির্দেশ পালন করে সঙ্গে সঙ্গে।
#FLASH: Prime Minister has directed that the press release regarding fake news be withdrawn and the matter should only be addressed in Press Council of India. pic.twitter.com/KVUBeAoDhC
— ANI (@ANI) April 3, 2018
পিএমও বলেছে, কোনটা ভুয়ো খবর, সে ব্য়াপারে সিদ্ধান্ত নেবে অবশ্যই প্রেস কাউন্সিল ও ন্যাশনাল ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন বা এনবিএ। সরকারি সূত্রের খবর, সরকারের কোনটা ভুয়ো খবর, কোনটা তা নয়, সে ব্যাপারে মাথা ঘামানো উচিত নয় বলেই মত পিএমও-র।
মালয়েশিয়ার পার্লামেন্টে সম্প্রতি আইন পাশ হয়েছে যে, 'জাল খবর' ছড়ালে দোষী সাংবাদিকের সর্বোচ্চ ৬ বছর জেল হবে। এ দেশেও ইদানীং নানা প্ল্য়াটফর্মে বিশেষ করে সোস্য়াল মিডিয়ায় ভুয়ো খবরের রমরমা মোকাবিলায় সাংবাদিকদের সরকারি স্বীকৃতির ক্ষেত্রে চলতি গাইডলাইন সংশোধনের উদ্যোগ নিয়েছে ভারত সরকার।
তারই অঙ্গ হিসাবে স্মৃতি ইরানির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক গতকালের বিজ্ঞপ্তিতে ভুয়ো খবর ছড়ানোর অপরাধে দোষী সাংবাদিকের সরকারি স্বীকৃতি সাময়িক স্থগিত রাখা থেকে পাকাপাকি বাতিলের সুপারিশ করে।তবে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকরা এর প্রাথমিক লক্ষ্য হলেও সেই পরিধির বাইরে থাকা সাংবাদিকরাও এর নিশানা হতে পারেন বলে আশঙ্কা ছড়ায়।
গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি স্বীকৃতির আবেদন বিবেচনার ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী এজেন্সিগুলি খতিয়ে দেখবে পিসিআই ও এনবিএ-র বেঁধে দেওয়া সাংবাদিকসুলভ আচরণ ও নৈতিকতার বিধি, সম্প্রচারের মাপকাঠি ঠিকঠাক সংশ্লিষ্ট সাংবাদিকরা পালন করেছেন কিনা। ওই গাউডলাইনগুলি বাধ্যতামূলক ভাবে মেনে চলতে হবে তাঁদের। প্রথমবার বিধি ভাঙলে ৬ মাস তিনি সাসপেন্ড থাকবেন, দ্বিতীয়বার ভাঙলে সাসপেনসন হবে এক বছরের। তারপরও ভুয়ো খবর ছড়িয়ে গেলে তাঁর স্বীকৃতি বরাবরের মতো কেড়ে নেওয়া হবে। যদি ভুয়ো খবরের সংজ্ঞা দেয়নি তারা।
স্মৃতি ইরানি ট্যুইটারে বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছে বলে জানিয়েও একইসঙ্গে বলেন, বহু সাংবাদিক, মিডিয়া প্রতিষ্ঠান গাইডলাইন মেনে চলার ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন।
গতকালই কংগ্রেস নেতা আহমেদ পটেল সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন, জানতে চান, সরকার কি আসলে অপছন্দের খবর প্রকাশ করা থেকে বিরত রাখতে চাইছে সাংবাদিকদের?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement