এক্সপ্লোর
প্রধানমন্ত্রী চান স্বচ্ছ ভারত, আমরা চাই সাচ ভারত, বললেন রাহুল

নয়াদিল্লি: বিদ্রোহী জেডি (ইউ) নেতা শরদ যাদবের ডাকা বিরোধী নেতাদের সমাবেশে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগে তীব্র আক্রমণ করলেন রাহুল গাঁধী। কংগ্রেস সহ সভাপতি বলেন, বিদেশ থেকে কালো টাকা দেশে ফেরানো হবে, যুবকদের কর্মসংস্থান হবে, এমন একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ২০১৪-র সাধারণ নির্বাচনের আগে, কিন্তু কোনওটাই বাস্তবায়িত হয়নি। দেশের সার্বিক মিশ্র সংস্কৃতি বাঁচাও শিরোনামে ডাকা সমাবেশে এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের জাতীয় সম্পাদক ডি রাজা ছাড়াও অন্য বাম নেতারা ছিলেন। কংগ্রেসের শীর্ষ নেতারাও যোগ দেন সেখানে। কংগ্রেস সহ সভাপতি সেখানে মোদী সরকারের মেক ইন ইন্ডিয়া কর্মসূচিকেও কটাক্ষ করেন। বলেন, দেশে যেসব পণ্য মেলে, সেগুলির অধিকাংশই চিনে তৈরি। রাহুলের অভিযোগ, মোদীজী বলেন, তিনি স্বচ্ছ ভারত গড়তে চান, কিন্তু আমরা চাই সাচ ভারত। উনি যেখানেই যান, মিথ্যা কথা বলেন। রাহুল কটাক্ষ করেন সঙ্ঘ পরিবারকেও। ওরা দেশের সংবিধান বদলে দিতে চায় বলে অভিযোগ করেন। রাহুলের মন্তব্য, এক পক্ষ বলে, দেশটা আমার, আরেকদল বলে, আমি এই দেশের লোক। আরএসএস আর আমাদের মধ্যে ফারাক এটাই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















