পিএনবি প্রতারণা: আলিবাগে নীরবের প্রাসাদোপম ফার্মহাউস সিল করল সিবিআই, ১৪৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত আয়করের, চলছে ইডি-হানাও
নয়াদিল্লি: পিএনবি প্রতারণাকাণ্ডের কিংপিন হিরে ব্যবসায়ী নীরব মোদীর আলিবাগের প্রাসাদোপম ফার্মহাউস সিল করল সিবিআই।
তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ২০০৪ সালে ৩২ কোটি টাকা দিয়ে প্রায় দেড় একরের ওপর বিস্তৃত আরবসাগরের থেকে কার্যত ঢিসছোঁড়া দূরত্বে অবস্থিত ওই ফার্মহাউস কেনেন নীরব। মূলত, সেখানে নিজের হিরের সংগ্রহ প্রদর্শন করতে গ্রাহকদের জন্য বিশেষ পার্টির আয়োজন করতেন নীরব।
জানা গিয়েছে, মুম্বই থেকে সড়কপথে প্রায় ১০০ কিলোমিটার দূরে রায়গড় জেলায় ওই প্রাসাদোপম ফার্মহাউসটি ১২ হাজার বর্গফুট জুড়ে রয়েছে। রয়েছে পাঁচটি বেডরুম, একটি বিশাল সুইমিং পুল, মুভি থিয়েটার ও একটি লাইব্রেরি। ওই এলাকায় সিনে ও শিল্পজগতের একাধিক হুজ-হু’দের ফার্মহাউস রয়েছে।
১১,৪০০ কোটি টাকার পিএনবি প্রতারণাকাণ্ডর তদন্তে নেমে যে ৬ জনকে গ্রেফতার করেছে সিবআই, এদিন তাঁদের মুম্বইয়ের বিশেষ আদালতে হাজির করা হলে, বিচারক তাঁদের ৩ মার্চ পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেন।
এদিকে, এদিনও নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসির বিভিন্ন সংস্থায় হানা দেয় ইডি। এই নিয়ে টানা সাতদিন তল্লাশি-অভিযান চালাল ইডি। এদিন দেশের মোট ১৭টি জায়গায় তল্লাশি চালায় তদন্তকারী দল। মোট ১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। সব মিলিয়ে ৫,৭৩৬ কোটির হিরে ও অলঙ্কার বাজেয়াপ্ত করেছে ইডি।
পাশাপাশি, এই বিপুল আর্থিক প্রতারণার তদন্তে নেমে ১৪১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে মোট ১৪৫ কোটি টাকা ক্রোক করেছে আয়কর দফতর।