এক্সপ্লোর
পিএনবি কেলেঙ্কারি: নীরব মোদী ও মেহুল চোকসির বাজেয়াপ্ত করা সম্পত্তির ব্যাপারে জানাতে নারাজ ইডি

নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারি কাণ্ডে দুই অভিযুক্ত নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসির বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ জানাতে রাজি হল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তথ্য জানার অধিকার আইনে এ ব্যাপারে আবেদন করা হলেও তা প্রত্যাখ্যান করেছে তারা।
তবে আগে টুইট করে ইডি জানায়, ৭.৬৬৪ কোটি টাকার সম্পত্তি তারা মামা-ভাগ্নের কাছ থেকে বাজেয়াপ্ত করেছে।
যদিও এই দুই কোটি কোটিপতিকে দেশে ফেরানোর চেষ্টায় কত টাকা খরচ হচ্ছে তা নিয়েও মুখ খোলেনি তারা। তথ্য জানার অধিকার আইনের ২৪ নম্বর ধারা অনুযায়ী দুর্নীতি সংক্রান্ত মামলার যাবতীয় তথ্য দিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাধ্য নয়।
বিহার ধুরভে নামে এক সমাজকর্মী মোদী ও চোকসিকে দেশে ফেরাতে সরকারি আধিকারিকদের ঘোরাঘুরির খরচ, দেশে ও বিদেশে আইনজীবীর জন্য খরচ ইত্যাদি বিভিন্ন তথ্য জানতে চান। এছাড়াও জানতে চান পিএনবি কেলেঙ্কারির খুঁটিনাটি সম্পর্কে। কিন্তু সেই আবেদন প্রত্যাখ্যান করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
হিরে ব্যবসায়ী নীরব মোদী কেলেঙ্কারির খবর প্রকাশ্যে আসার আগেই দেশ ছেড়েছেন। শেষ তাঁকে দেখা যায় জানুয়ারি মাসে দাভোসে, প্রধানমন্ত্রীর সঙ্গে একদল শিল্পপতির গ্রুপ ছবিতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
