পিএনবি প্রতারণা: বিদেশে নীরব মোদীর ব্যবসা, সম্পত্তি খতিয়ে দেখতে ৬টি দেশকে এলআর পাঠানোর অনুমতি ইডিকে দিল আদালত
মুম্বই: নীরব মোদী কাণ্ডে ৬টি দেশকে লেটার রোগেটরি (এলআর) পাঠানোর জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে অনুমতি দিল মুম্বইয়ের একটি আদালত।
১১,৪০০ কোটি টাকার পিএনবি-প্রতারণা মামলার তদন্তে নেমে বিদেশে নীরব মোদীর সম্পত্তি ও ব্যবসার হাল-হকিকৎ জানতে এদিনই এলআর জারি করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় ইডি। সাধারণত, একটি দেশের আদালতের তরফে অন্য দেশের কাছে কোনও বিশেষ অনুরোধ পাঠাতে হলে এলআর-এর প্রয়োজন হয়।
আর্থিক জালিয়াতির মামলা সংক্রান্ত শুনানির জন্য বিশেষ আদালতে (পিএমএলএ কোর্ট) ইডি তার আর্জিতে জানায়—হংকং, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ আফ্রিকা এবং সিঙ্গাপুরে নীরবের ব্যবসা সংক্রান্ত নথি ও তথ্য চেয়ে পাঠাতে হবে। প্রয়োজনে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করাও হতে পারে। এর জন্য আদালত যেন এলআর জারি করার অনুমতি দেয়।
ইডি আরও দাবি করে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ও দেশে নিজের ব্যবসার প্রসার ঘটিয়েছিলেন নীরব মোদী। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের থেকে তিনি উচ্চ-মূল্যের ভুয়ো লেটার অফ আন্ডারটেকিং (এলওইউ) ইস্যু করিয়ে নেন। পরবর্তীকালে দেখা যায়, ব্যাঙ্কের রেকর্ডে ওই এলওইউ-এর কোনও অস্তিত্বই নেই।