এক্সপ্লোর
রামাইয়ার বিরুদ্ধে নতুন মামলা দায়েরের নির্দেশ আদালতের

ম্যাঙ্গালুরু: ফের বিপাকে কন্নড় অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ রামাইয়া। দেশদ্রোহের মামলা চলাকালীনই তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার নির্দেশ দিল আদালত। ব্রিটিশদের সঙ্গে আরএসএস-এর যোগ থাকার অভিযোগ করার জন্যই এই নির্দেশ দিয়েছে বেলথানগড়ী আদালত। স্থানীয় এক আইনজীবী বসন্ত মার্কড়া এই অভিনেত্রীর বিরুদ্ধে প্রথমে পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু থানায় অভিযোগ নেওয়া হয়নি। এরপরেই আদালতের দ্বারস্থ হন বসন্ত। তাঁর অভিযোগের ভিত্তিতেই পুলিশকে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে আদালত। রামাইয়াকে আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















