এক্সপ্লোর
Advertisement
গুজরাতের সানন্দে টাটার ন্যানো কারখানা বন্ধ করে দেওয়ার কর্মসূচি ভেস্তে দিল পুলিশ, ধৃত ৭০০
আমদাবাদ: গুজরাতের সানন্দে টাটাদের ন্যানো গাড়ি কারখানা বন্ধ করে দেওয়ার গতকালের ঘোষণার পরিপ্রেক্ষিতে ব্যাপক পুলিশি বন্দোবস্ত করেছিল রাজ্য প্রশাসন। রাজ্যে বড় বড় শিল্পসংস্থাগুলি স্থানীয় বেকার যুবকদের তাদের কল-কারখানায় কাজ দিচ্ছে না বলে অভিযোগ তুলে গতকাল ওবিসি, এসসি-এসটি একতা মঞ্চ সংগঠনের আহ্বায়ক অল্পেশ ঠাকুর সানন্দে গুজরাত শিল্প উন্নয়ন নিগম এলাকায় ন্যানো কারখানা বন্ধ করে দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন। আজ সমর্থক-অনুগামী সহ ঠাকুরকে আটক করে সেই কর্মসূচি ভেস্তে দেয় পুলিশ। আমদাবাদ গ্রামীণ পুলিশ সুপার আর ভি আসারি বলেন, সানন্দের নিগম এলাকার ৩ কিমি আগেই ঠাকুর ও তাঁর প্রায় ৪৫০ সমর্থককে আটকে দেওয়া হয়। ঠাকুরের মিছিলে যোগ দিতে রওনা দেওয়া আরও ২৫০ লোককে রাজ্যের নানা স্থান থেকে আটক করা হয়। প্রায় ৭০০ লোককে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়।
গতকাল ঠাকুর দাবি করেন, গুজরাতে শিল্প গড়তে আসা সংস্থাদের সরকারি নিয়ম অনুসারে তাদের কারখানায় রাজ্যের ৮৫ শতাংশ স্থানীয় ছেলেমেয়েদের কাজ দেওয়ার কথা। কিন্তু সেই নিয়ম ওদের কেউই মানছে না। অথচ কয়েক লক্ষ গুজরাতি যুবক বেকার হয়ে বসে রয়েছে। আমরা চাই, রাজ্য সরকার শিল্প সংস্থাগুলিকে চাপ দিক যাতে তারা ৮৫ শতাংশ স্থানীয় যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে। যেসব শিল্প সংস্থা ওই নিয়ম মানছে না, তাদের কারখানা বন্ধ করে দেব আমরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement