এক্সপ্লোর
Advertisement
গাড়ি ভাড়ায় নিয়ে ওএলএক্স-এর মাধ্যমে বিক্রির কারবার, ধৃত প্রতারক
গুরুগ্রাম: অডি, ফরচুনারের মতো দামী গাড়ি ভাড়ায় নিয়ে সেগুলি ওএলএক্স-এর মাধ্যমে বেচে দেওয়ার অভিযোগে গ্রেফতার এক প্রতারক। পুলিশ জানিয়েছে, আসল মালিকদের কাছ থেকে গাড়ি ভাড়ায় নিয়ে জাল নথিপত্র তৈরি করে এই কারবার চালাত অজয় দাবাস নামে ওই অভিযুক্ত।
অজয়ের প্রতারণার এই কারবার বেশ ভালই চলছিল। কিন্তু এরইমধ্যে পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ আসে। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, দুটি দামি গাড়ি বিক্রির জন্য খদ্দের খুঁজছে সে। এই খবরের ভিত্তিতেই তাকে ফাঁদে ফেলে গত বৃহস্পতিবার সন্ধেয় বাসাই গ্রাম থেকে পুলিশের অপরাধ দমন শাখা হরিয়ানার ঝজ্জরের বাসিন্দা অজয়কে গ্রেফতার করেছে। অজয়ের কাছ থেকে একটি অডি ও একটি ফরচুনার গাড়ি উদ্ধার করা হয়েছে।
ডেপুটি পুলিশ কমিশনার (ক্রাইম) সুমিত কুমার বলেছেন, গাড়ির মালিকদের আস্থা অর্জন করেই এই লোক ঠকানোর ধান্দা চালাত অজয়। বেসরকারি বহুজাতিক কোম্পানিকে গাড়িগুলি ভাড়া দিয়ে মোটা অঙ্কের টাকা উপার্জনের চোপ সে মালিকদের দিত। এ ব্যাপারে সে গাড়ির মালিকদের সঙ্গে দস্তুরমতো লিখিত চুক্তিও করত। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য সে আধার কার্ড, ভোটার কার্ড, ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেকের মতো জাল পরিচয়পত্র দেখিয়ে গাড়ির মালিকদের সঙ্গে চুক্তি করত।
গাড়ি একবার হাতে পাওয়ার পরই সে তার মোবাইল ফোন বন্ধ করে দিত। এরপর সে ওই গাড়ি ওএলএক্স-এর মাধ্যমে বিক্রি করার বন্দোবস্ত করত। এই মার্কেটিং ওয়েবসাইটের মাধ্যমে সে নয়ডা, মুম্বই, দিল্লিতে অনেকগুলি গাড়ি বিক্রি করেছে।
সুমিত কুমার বলেছেন, জেরায় অজয় পুলিশকে জানিয়েছে, বিলাসবহুল জীবন যাপনের জন্য সে গত বছর থেকে এই প্রতারনার কারবার শুরু করে। এভাবে সে যে অর্থ যোগাড় করেছে তার মধ্যে লক্ষ লক্ষ টাকা সে তার গার্লফ্রেন্ডের জন্য ব্যয় করেছে।
কম্পিউটারে দক্ষ অজয়ের পড়াশোনা দ্বাদশ শ্রেণী পর্যন্ত। স্ক্যানার ব্যবহার করে সে জাল নথি তৈরি করত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement